আসসালামুআলাইকুম, আসা করি সবাই অনেক ভালো আছেন। অনলাইবের মাধ্যমে ইনকাম এর কথা শুনলে সবার এক ধরনের ইচ্ছা জাগে। আমরা সবাই চায় নিজের খরচ নিজে বহন করতে। এর জন্য বাহিরের কোনো প্লাটফর্ম হয়তো আমরা পায় না। তাই আমরা এইটা বেশি ভাবি, যে অনলাইন থেকেই যদি কিছু টাকা কাজের মাধ্যমে ইনকাম করা যেতো।
হ্যা অনলাইনের মাধ্যমে ইনকাম করার অনেক উপায় রয়েছে।বর্তমানে আপনার হাতে একটি স্মার্টফোন থাকলেই আপনি অনলাইন থেকে কিছু টাকা ইনকাম করতে পারবেন।আমরা হয়তো ফ্রিল্যান্সিং করে আয়ের কথা শুনেছি। ফ্রীল্যান্সিং বর্তমানে অধিক আলোচিত একটি অনলাইন আয়ের মাধ্যম।
এই এপিসোডে আমরা যা জানবো
- ফ্রিল্যান্সিং কি?
- ফ্রিল্যান্সিং করে কিভাবে আয় করা যায়?
- ফ্রীল্যান্সিং এর কয়েকটি লাভজনক মাধ্যম কোনগুলো?
- ক্লায়েন্টস পাওয়ার সিক্রেট মেথড কি?
- কত টাকা আয় করা সম্ভব ফ্রীল্যান্সিং করে?
ফ্রিল্যান্সিং কি?
সহজ ভাষায় বলতে গেলে ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা। চাকরি হয়তো আপনি যেকোনো একজনের আন্ডারে করেন।কিন্তু ফ্রিল্যান্সিং হলো আপনি যে বিষয়টি নিয়ে দক্ষ, অথবা সে বিষয় নিয়ে কিছু করতে জানেন, সেটা কাওকে করে দেওয়ার মাধ্যমে টাকা ইনকাম। এখানে আপনি স্বাধীন ভাবে কাজ করতে পারবেন।যেমন কাজ করবেন তেমন ইনকাম করতে পারবেন।সেটা হোক যেকোনো বিষয়ে। এটা হয়েছে মূলত ফ্রিল্যান্সিং। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে সে ক্ষেত্রে আপনি একজন ফ্রিল্যান্সার।
ফ্রিল্যান্সিং করে কিভাবে আয় করা যায়?
ফ্রিল্যান্সিং কি আশা করি আপনারা বুঝে গিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হলো ফ্রিল্যান্সিং করে কিভাবে টাকা ইনকাম করা সম্ভব? উপরে বলেছি যে ফ্রিল্যান্সিং হল এমন এক ধরনের পেশা যেখানে আপনি স্বাধীনভাবে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। মূলত এখানে আপনি যেকোনো একটি টপিক অথবা আপনি যা পারেন সে বিষয়ের উপর কাজ করে ইনকাম করতে পারেন।
এজন্য আপনার কিছু বিষয়ে দক্ষ থাকতে হবে।কেমন কোর্স করতে না হলেও আপনার কিছু কিছু বিষয় আছে যেগুলো সম্পর্কে জ্ঞান থাকা উচিত ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে। যেমন ধরুন আপনি যে টপিক নিয়ে কাজ করবেন সে টপিক নিয়ে কিছুটা ধারণা আপনার অবশ্যই থাকা লাগবে। যে কোন কোম্পানি অথবা যেকোন ক্লায়েন্টস এর কাজ আপনি নিজে করে দেওয়ার বিনিময়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন।
ফ্রীল্যান্সিং এর কয়েকটি লাভজনক মাধ্যম কোনগুলো?
১. ওয়েব ডিজাইন
২. ভিডিও এডিটিং
৩. ইউটিউবের থমনাইল এডিট
৪. আর্টিকেল রাইটিং
৫. ছবি এডিটিং
৬. গ্রাফিক্স ডিজাইন
৭. লোগো ডিজাইন
মূলত এই কয়েকটি বিষয় নিয়ে আপনি কিছু জানলে, যেকোনো ক্লায়েন্টস এর কাজ করতে আপনি ইনকাম করতে পারবেন।
ক্লায়েন্টস পাওয়ার সিক্রেট মেথড কি?
ক্লায়েন্টস পাওয়ার জন্য আপনার তেমন কিছু করতে হবে না। শুধুমাত্র কিছু জিনিষ মাথায় রাখবেন যেমন, আপনি প্রথম যে ফ্রীল্যান্সিং এর কাজ করবেন, কাজ এর শুরুতে আপনার প্রথম যে ক্লায়েন্টস তার কাজটি অনেক সুন্দর ভাবে সম্পুর্ণ করবেন এবং সঠিক সময়ে তাকে কাজটি বুঝিয়ে দিবেন।এতে আপনার করা কাজটি তার পছন্দ হলে পরের কাজটিও সে আপনাকে দিতে পারে।অথবা তার পরিচিত কারো কাজ করার প্রয়োজন হলে সে তাকে আপনাকে কাজ দেওয়ার কথা বলতে পারে । তাই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।
কত টাকা আয় করা সম্ভব ফ্রীল্যান্সিং করে?
ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা সম্ভব তার কোনো সীমা নেই। কারণ ফ্রীল্যান্সিং হচ্ছে একটি স্বাধীন পেশা। এখানে আপনি যত সময় নিয়ে কাজ করবেন ততই ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং করে দেশে-বিদেশে অনেককে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে।
আর তাই ফ্রিল্যান্সিং করে নিজের জীবন সুন্দরভাবে গঠন করতে পারবেন।নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এখানে আপনি সুন্দর ভাবে কাজ করতে পারবেন। ধন্যবাদ।