বিসমিল্লাহি রহমানের রাহিম
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ
আসসালামুয়ালাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন
আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা
আজ আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করব এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন
বাংলাদেশে বিদ্যমান কয়েকটি উল্লেখযােগ্য ই – সার্ভিসসমূহের সংক্ষিপ্ত বর্ণনা
বাংলাদেশে বিদ্যমান কয়েকটি উল্লেখযােগ্য ই – সার্ভিসসমূহের সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেওয়া হলাে i . ই – পূর্জি : ই – পূর্জি হচ্ছে চিনিকলসমূহে কখন আখ সরবরাহ । করতে হবে সে জন্য আওতাধীন আখচাষিদের দেওয়া একটি অনুমতিপত্র । দেশের ১৫টি চিনিকলের সকল আখচাষি এখন । এসএমএসের মাধ্যমে পৃর্জি তথ্য পাচ্ছেন । ফলে এখন তাদের হয়রানি ও বিড়ম্বনার অবসান হয়েছে । পাশাপাশি সময়মতাে আখের সরবরাহ নিশ্চিত হওয়ায় চিনিকলের উৎপাদনও বেড়েছে । ii . ই – পর্চা : অনলাইনে জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করার পদ্ধতিকে বলা হয় ই – পর্চা । এই সেবার মাধ্যমে দেশ – বিদেশের যেকোনাে স্থান থেকেই নির্দিষ্ট ফি জমা দিয়ে পর্চা সংগ্রহ করতে পারা যায় । iii . ই – টিকেটিং ও মােবাইল টিকেটিং : অনলাইন বা মােবাইল ফোনের মাধ্যমে টিকেট বুকিং দেওয়ার ব্যবস্থাকে ই – টিকেটিং বা মােবাইল টিকেটিং বলে । এর ফলে , নিজের সুবিধামতাে সময়ে রেলস্টেশনে না গিয়েও নির্দিষ্ট গন্তব্যের টিকেট কাটা সভব হয় । মােবাইল ফোন বা অনলাইনে টিকেট কাটা হলে ট্রেন ছাড়ার অল্প সময় পূর্বে যাত্রীকে স্টেশনে যেতে হয় । সেখানে নির্ধারিত কাউন্টার থেকে যাত্রার টিকিট সংগ্রহ করে । নিতে হয় । ই – স্বাস্থ্যসেবা : বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসকেরা এখন মােবাইল ফোনে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন । এজন্য দেশের সকল সরকারি হাসপাতালে একটি করে মােবাইল ফোন দেওয়া হয়েছে । দেশের যেকোনাে নাগরিক এভাবে যেকোনাে চিকিৎসকের পরামর্শ পেতে পারেন । এছাড়া দেশের কয়েকটি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু হয়েছে । এর মাধ্যমে রােগী উপজেলা থেকে জেলা সদরে না । এসেও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও পরামর্শ পাচ্ছেন । ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ; বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে , দ্রুত ও কম খরচে টাকা পাঠানাে যায় । এর মাধ্যমে ১ মিনিটে ৫০ হাজার টাকা পর্যন্ত পাঠানাে যায় । দেশের প্রায় সকল ডাকঘরে এই সেবা পাওয়া যায় ।
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা বাংলাদেশে বিদ্যমান কয়েকটি উল্লেখযােগ্য ই – সার্ভিসসমূহের
বিষয় টা আপনারা সবাই বুঝতে পারছেন
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আজ কে আপনাদের মাঝে একটা গুরুত্ব পূর্ণ একটা পোস্ট শেয়ার করছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে
আমার কোন ভুল হলে আমাকে মাফ করে দিয়েন
আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তার হেদায়েতের জন্য
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং সৎ পথে চলি মানুষের সেবা করি মানুষের উপকার করি
জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান
আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?
কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কে
যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।
আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান
আল্লাহ হাফেজ