একদিন এক টুপিওয়ালা টুপি বিক্রি করতে করতে একটি গাছের নিচে এসে বসলো। সে বেশ ক্লান্ত ছিল। তাই সে বিশ্রাম নেওয়ার জন্য গাছের নীচে বসলো। কিন্তু বিশ্রাম নিতে গিয়ে সে আপনি আপনি ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে সে দেখতে পেল তার টুপির ঝুলিতে কোন টুপি নেই। সে অবাক হয়ে গেল। সে ভাবল নিশ্চয়ই কেউ তার টুপি গুলো চুরি করে নিয়ে গেছে। এ দিক সে দিক খোঁজার পর সে দেখতে পেল যে তার টুপি গুলো কোথাও যায়নি।
গাছে বেশ কয়েকটি বানর বাস করত। তারাই তার টুপি গুলো নিয়ে তাদের মাথায় পড়ে গাছের ডালে বসে রয়েছে। টুপিওয়ালা কিভাবে ওই টুপি গুলো ফেরত পাবে তার জন্য চেষ্টা করতে লাগলো। কিন্তু কোনো কিছুতেই কাজ হলোনা। বানরগুলো টুপি মাথা থেকে খুলছে না। পরবর্তীতে তার মনে পড়ে গেল যে বানররা অনুকরণপ্রিয়। যেহেতু সে মাথায় একটি টুপি দিয়েছিল তাই তার দেখাদেখি বানররাও তাদের মাথায় টুপি পরেছে। তাই সে তৎক্ষণাৎ তার মাথার টুপিটি মাটির দিকে ছুড়ে মারল। বানররা ও তার দেখাদেখি তাদের মাথায় পরা টুপিগুলো মাটির দিকে ছুড়ে মারল। টুপিওয়ালা তৎক্ষণাৎ সেই টুপি গুলো নিয়ে সেখান থেকে কেটে পরল।
এই পর্যন্ত ছোট্ট ঘটনা টি আমাদের সবার কাছেই জানা। আসুন তারপর কি হলো সেই ঘটনাটি শুনি।
আস্তে আস্তে অনেক বছর কেটে গেল। সেই টুপি ওয়ালা ধীরে ধীরে বৃদ্ধ হয়ে পড়লো। এখন টুপি দ্বারে দ্বারে গিয়ে বিক্রি করে তার নাতি। সে তার নাতিকে সেই ঐতিহাসিক ঘটনার কথা খুলে বলল। নাতি সেই ঘটনা কে মজার ছলে নিল এবং তা নিয়ে হাসি তামাশা করল। নাতি ও একদিন টুপি বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। নানার মত সেও ঠিক ওই গাছের নিচেই বিশ্রাম করার জন্য বসল। কিন্তু নাতি জানত না যে এইটাই সেই গাছ। নাতি ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে সে দেখলো তার টুপিগুলো গায়েব। একটি টুপিও নেই তার কাছে।
সে হতবম্ভ হয়ে এদিক ওদিক খোঁজা শুরু করে দিল। ঠিক সেই সময়ে মাথা উপরের দিকে তুলতে সে দেখতে পেলো যে তার টুপি গুলো বানরেরা তাদের মাথায় নিয়ে পড়েছে। সে পুরোপুরি অবাক হয়ে গেল। তখন তার তার নানার সেই গল্পের কথা মনে পড়ে গেল। সে তখন বুঝতে পারলো যে তার নানার কথা কোন গল্প ছিল না। সেটা ছিল একদম সত্যি একটা ঘটনা যা আজকে কার সাথে ঘটতে চলেছে। নানার কথা অনুযায়ী সে তার মাথার টুপি টিম মাটির ওপর ছুঁড়ে মারল। কিন্তু সে এখন অবাক হয়ে গেল। সে দেখতে পেল কোন বানরই তার মাথা থেকে টুপি মাটির ওপর ফেলছে না। সে তখন কিছুই বুঝে উঠতে পারল না। এমন সময় বানরদের মধ্য হতে একটি প্রবীণ বানর কাছে থেকে নেমে আসলো। বানরটি ছেলেটির কাছে এসে তাকে একটি চড় মারলো। ছেলেটি পুরোপুরি অবাক হয়ে গেল। তারপর বাদরটি তার কানের কাছে মুখ নিয়ে বলল যে, “নানা তোর শুধু একার ছিলনা।”