হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি। আজ আপনাদের বিকাশ থেকে রিচার্জের মাধ্যমে কীভাবে ক্যাশব্যাক নিবেন সেটি সম্পর্কে জানাব।
আপনারা যে বা যারা আমার পোস্টটি পরতেছেন আশাকরি তাদের কাছে একটা স্মার্টফোন তো আছেই। আর আপনাদের ফোনে কথা বলতে হয় কোনো না সময় যেকোন প্রিয় জনের সাথে। তো কথা বলতে আমাদের রিচার্জ করতে হয়।
রিচার্জ না করে কথা বলা সম্ভব না। আবার অনেকেই বলতে পারেন যে নেটের মাধ্যমে ফ্রীতে কথা বলা যায়। কিন্তু এমবি কিন্তু রিচার্জের মাধ্যমেই কিনতে হয়।
এখন বর্তমানে আমাদের দেশের বেশিরভাগ মানুষের কাছে কিন্তু বিকাশ আছে। আজকে যে অফারটির কথা বলব সেটি শুধুমাত্র বিকাশ গ্রহীতার জন্য। ১৫ টাকা কিন্তু আমাদের কাছে খুব বেশি একটা বড় টাকা না। কিন্তু আমাদের রিচার্জ করতেই হয়। আর রিচার্জের বিনিময়ে ফ্রীতে ১৫ টাকা নেওয়াটাকে কেউ খারাপ ভাববেন না।
তো চলুন ফ্রীতে কীভাবে নিবেন সেটি আপানাদের জানিয়ে দেয়।
১. প্রথমে আপনার ফোনে বিকাশ এ্যাপসটি ইন্সটল করে নিন।
২. তারপর এ্যাপসটি ওপেন করে লগিন করুন।
৩. এরপর মোবাইল রিচার্জ অপশনে যাবেন।
৪. ফোন নাম্বারটি দিবেন এবং সেটি কোন অপারেটর সেটি সিলেক্ট করবেন (যেকোন নাম্বারে রিচার্জ দিতে পারবেন)।
৫. টাকার পরিমাণ ১৫ টাকা দিয়ে দিন।
৬. পিন নাম্বারটা দিয়ে দিন।
৭. নিচে ধরে করে থাকার অপশনে চার সেকেন্ড ট্যাব করুন।
৮. এখন আপনার কাজ শেষ ৭২ ঘন্টার ভিতরে আপনাকে ১৫ ক্যাশব্যাক দিয়ে দিবে।
আমি ২৪ ঘন্টার ভিতরে ক্যাশব্যাক ১৫ টাকা পেয়েছি, তাই আপনাদের বিষয়টা জানালাম। পরবর্তীতে আরো অনেক অফার যেমন বিকাশে রেজিস্ট্রেশন করলেই ২৩০ টাকা সে সম্পর্কে জানাবো।
আমি আমার ১৫ টাকা ক্যাশব্যাক এর স্টেটমেন্টটি দেখালাম
বিকাশ আমাদের এমন অনেক ধরণের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। যেকোন পেমেন্ট করলে বোনাস, বিদ্যুৎ বিল পেমেন্টে ক্যাশব্যাক, রিচার্জে ক্যাশব্যাকসহ অনেক ধরণের বোনাস দিয়ে থাকে বিকাশ।
।।।।।।। ধন্যবাদ।।।।।।।