আসসালামু আলাইকুম বন্ধুরা,কেমন আছেন সবাই?আশাকরি ভালো আছেন।আজকে আমি আপনাদের জানাব আমাদের দেশে একটি ব্যতিক্রমী বিয়ের খবর।
মানুষের জীবনে বিয়ে একটি পবিত্রতম মূহুর্ত।এই মুহুর্তের কারণে দুইজন নর-নারী বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বৈধ পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়।অথচ আপনি বিয়ে করতে ইচ্ছুক কিন্তু তখন যদি এমন একটি সময় চলে যখন সব কিছুই বন্ধ কোনো মানুষ বের হতে পারছে না আবার মহামারী চলায় মানবিক বিপর্যয়ের আতংক বিরাজ করছে তখন কি করতেন?অথচ বর্তমান পরিস্হিতিতে ঢাকার এক প্রেমিক জুটি অত্যন্ত সাহসিকতার সাথে সেরে ফেললেন বিয়ে।এমনই সাহসিকতার সাথে কাজটি সম্পন্ন করলেন পাত্র মাহসান স্বপ্ন ও কনে তৌহিদা অনয়।বর্তমানে সারা বিশ্বে চলছে কোভিড-১৯ মহামারী।যার ফলে পুরো বিশ্বের মানুষ ঘরবন্দী, মানুষের মৃত্যুর সারি দীর্ঘায়িত হচ্ছে।বাংলাদেশও এর বাইরে নয়।আমাদের দেশেও এই মহামারীতে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বাড়ছে।তাই এই সময়ে সরকার সব কিছু বন্ধের পাশাপাশি সামাজিক অনুস্টান যেমন-বিয়ে,মেজবান ইত্যাদি জনসমাগম আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে।
ফলে অনেকের এই সময়ে সামাজিকভাবে বিয়ে করা আটকে গেছে।কিন্তু এই সময়ে সাহসিকতার সাথে বিয়ের আয়োজন সম্পন্ন করলেন মাহসান স্বপ্ন ও তৌহিদা অনয়।এই বিষয়ে মাহসানকে জিজ্ঞেস করলে তিনি জানান, তারা প্রশাসন থেকে অনুমতি নিয়েই বিয়ে সম্পন্ন করেছেন।তিনি আরো বলেন,দীর্ঘ ৪ বছরের প্রেমের সম্পর্কে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।গত মাসের শেষে তাদের বিয়ে করার পরিকল্পনা ছিল।কিন্তু করোনা মহামারীতে তা আটকে যায়।কিন্তু এই পরিস্হিতিতে তারা ভাবলেন,বিয়ের জন্য এত খরচ না করে শুধু বিয়ের নিয়ম সম্পন্ন করে বিয়ে করে বিয়ের অর্থগুলো গরীব মানুষদের সাহায্য করলে কিছু উপকার হবে।প্রথমে পরিবারের কেউ রাজি হয়নি।কিন্তু তারা সবাইকে রাজি করান। তাই গত ১ মে শুক্রবার সকাল ১০ টায় তার বাসায় বিয়েটা করে ফেলেন।তিনি আরো জানান,তার মা-বাবা নেই।তাই বিয়েতে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিডিওকলে কিছু আত্নীয়-স্বজনকে সাক্ষী রেখে ইসলামী নিয়মে বিয়ে সম্পন্ন করেন।তাদের দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চান।বিয়ের অর্থ দিয়ে কমলাপুর,আরামাবাগ,সায়েদাবাদে গরীব মানুষদের সাহায্য করেছেন।সামনে ইফতারও বিতরণ করবেন।এইভাবে যদি সব দম্পতিরা এগিয়ে আসেন,তাহলে আমাদের পৃথিবীটা কতই না সুন্দর হবে।
বন্ধুরা,আমার পোস্টটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন।ধন্যবাদ।