চলমান শৈত্যপ্রবাহের মধ্যে বৃহস্পতিবার- শুক্রবার দেশের বিভিন্ন স্হানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।আর এই সময়ে তাপমাত্রা সামান্য বাড়লেও আবার পরে কমে যাবে।আবাহওয়াবিদরা বলে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।বৃষ্টিকালীন সময়ে আকাশে মেঘ থাকবে।বৃষ্টিপাত কেটে যাওয়ার পরে তাপমাত্রা ১-৩ ডিগ্রি কমে যেতে পারে এবং চলামান শৈত্যপ্রবাহ আরো এলাকাজুড়ে অব্যাহত থাকতে পারে।২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামীকাল দিনের আবহাওয়া সামান্য বাড়তে পারে।
Mahiya Mahi showed the outside of his father-in-law’s house, he will show the inside later
Actress Mahi showed the fans' father-in-law's house during Eid holidays. On his Facebook page, he showed the outside of his...