উত্তরঃ ব্যক্তির আচার আচরণ, নিজস্ব বৈশিষ্ট্য, বহিঃপ্রকাশই তার ব্যক্তিত্ত। ব্যক্তিত্তের সাথে পোষাকের নিবিড় সম্পর্ক আছে।
সুন্দর পোষাক রুচিশীল মনের পরিচয় দেয় ব্যক্তির আত্নবিশ্বাসকে বাড়িয়ে তুলে। পোশাক ও ব্যক্তিত্ব দুটি একে অপরের পরিপূরক। অর্থাৎ আমার উচ্চতা, আমার নিজের গায়ের রঙ, গঠন, বয়স, মুখের প্রকৃতি ইত্যাদির সাথে লক্ষ্য রেখে পোষাক নির্বাচন করতে হবে।