ব্লগিং করে অনলাইন থেকে আয়:
আমরা যারা অনলাইন ইনকাম করতে চাই বা করি,তারা সবাই ব্লগিং সম্পর্কে একটু হলেও শুনেছি বা জানি। আমি আজকে ব্লগিং করে কিভাবে অনলাইন ইনকাম করা যায় তা নিয়ে কথা বলবো।
আমি জানি যে গুগলের একটা নিজস্ব সাইট রয়েছে যায় নাম: https://link.grathor.com/fL
এটা একটা কন্টেন্ট বা আর্টিকেল লেখার মাধ্যমে। যেখানে আর্টিকেল লিখে গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম করা যায়।
নিজেকে একজন লেখক হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপন করের সাথে সাথে টাকা ও income করার সুযোগ পাবেন।
বাংলা কন্টেন্ট লেখার মাধ্যমে আয়
এইখানে আপনি সম্পূর্ণ free একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন । এবং আপনি যদি চান জ একটা ডোমাইন add করবেন তাই করতে পারেন।
অনেক ওয়েবসাইট আছে বা অনক কোম্পানি আছে তারা ডোমেইন হোসটিং সেল করে থাকে ।সেখান থেকে একটা ডোমেইন নামে কোন আপনার ব্লগার a একটা batter look দিতে পারবেন ।
বাংলা লেখালেখি করে আয়
এমন এ বাংলাদেশের অনেক কোম্পানি আছে জমন
ইত্যাদি
আর্টিকেল লিখে ইনকাম
একটা ব্লগার website make করের জন্য main যেটা প্রয়জন হবে,একটা Gmail account
Google এ গিয়ে একটা Gmail account open করে নিবেন এবং bloggerএ একটা website name দিতে হবে।
এবং একটা url দিতে হবে যা অন্য কারো সাথে মিলবে না । এবং url এই শেষে অটোমেটিকলি yourname.blogspot.com এই এড্রেস দেওয়া থাকবে।
এবং এইগুলো সব সেট করার পর আপনার একটি ওয়েবসাইট তৈরি হয়ে যাবে।এবং আপনি সেটা কাস্টমাইজ করে বিভিন্ন সেটিংস পরিবর্তন করে। একটি থিম ইউজ করে।আপনার ওয়েবসাইটটি একটি প্রফেশনাল লুক দিতে পারবেন।
কনটেন্ট রাইটিং জব
এবং কিছু পোস্ট করার পরে যখন আপনার ওয়েবসাইটে ভিউয়ার্স রা আসবে তখনই আপনি গুগল এডসেন্স এর কাছে আপনার ওয়েবসাইট নিয়ে গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করবেন । এবং তারা আপনার ওয়েবসাইট রিভিউ করার মাধ্যমে আপনাকে গুগল এডসেন্স এনেবেল করে দিবে এবং আপনি গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন।