ভালোবাসা দিবসকে স্মরণীয় রাখতে যা করতে পারেন
* প্রিয় মানুষকে এমন কিছু উপহার দিন, যা সে সারা জীবন ধরে রাখতে পারে, আজ থেকে ১০ কিংবা ২০ বছর পরের ভালোবাসা দিবসেও সে যাতে মনে করতে পারে আপনার দেয়া উপহারের কথা।
* প্রিয় মানুষটিকে সবার আগে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে পারেন।
*খামে চিঠি লিখে পৌঁছে দিতে পারেন তার কাছে আপনার না বলা কথা কিংবা ভালোবাসার কথা।
* নিজের কন্ঠে ভালোবাসার গান শুনিয়ে, ভালোবাসার তীব্রতা প্রকাশ করতে পারেন।
* ভালোবাসা দিবসে করতে পারেন আগামীর সবচেয়ে ভালো পরিকল্পনা, যা আপনাদের জন্য আগামীতে বয়ে আনবে মঙ্গলজনক কিছু।
* প্রিয় মানুষটিকে তার ইচ্ছে পূরণের সুযোগ দিতে পারেন।
* প্রিয় জনকে নিজের হাতে বানানো যে কোনো কিছু দিতে পারেন।
* প্রিয় মানুষটি দূরে থাকলে, তার কাছে গিয়ে সারপ্রাইজ হিসেবে উপস্থাপন করতে পারেন নিজেকে।
* নিজেদের মাঝে হওয়া ভুল বোঝাবোঝি নিয়ে করতে পারেন আলোচনা, যাতে আগামীর পথটা আরো মসৃন হয়।
* প্রিয় মানুষটির পছন্দের খাবার ও রাখতে পারেন তালিকায়, যেটা পৌঁছে দিতে পারেন অন্য কারো মাধ্যমে, কিন্তু নিজে নয়।
* নিজের খুব বড় কোনো বেদনার কথা শেয়ার করতে পারেন এই দিনে।
* একটু ভিন্ন ভাবে উপস্থাপন করতে পারেন নিজেকে,যেটা আপনি সচারাচর করেন না।
* ক্ষুদ্র কোনো নাম না জানা ফুল দিয়ে বরণ করতে পারেন তাকে, একটু ভিন্ন আঙ্গিকে।
* ভালোবাসা যতদিনেরই হোক, এই ভালোবাসাকে মনে করুন আজকের দিনেই আবার নতুন করে শুরু।