আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময় মধ্যবিত্ত ছেলেদের নিয়ে স্ট্যাটাস। এই পৃথিবী বড়ও অদ্ভুদ। এই পৃথিবীতে হয়তো টাকা নিয়ে জন্মানো উচিত নতুবা একদম গরিব হয়ে। টাকা ছাড়া এই পৃথিবীতে এক সেকেন্ড এর দাম নাই। আর সেই কথা যার সাথে সবচেয়ে বেশি প্রযোজ্য তা হলো মধ্যবিত্তদের সাথে। যাদের সমাজে অবস্থান আছেন কিন্তু তাদের সকলের চাহিদা পূরণের জন্য মজুদে পপর্যাপ্ত টাকা নাই তাদের বলা হয় মধ্যবিত্ত।প্রতিটি মধ্যবিত্ত মানুষ সমাজে এক এক জন যোদ্ধার সমতুল্য।
সমাজে মদ্ধবিত্তরা যুদ্ধ করে বেঁচে থাকে। প্রতিটা দিন না পাবার যন্ত্রনা তাদের কেড়ে কেড়ে খায়। তবুও তারা কখনো হার মানে না নিজেদের অপূর্ণ চাহিদাগুলো নিয়ে জীবন অতিবাহিত করে থাকে। তবুও হার মানে না। কারণ সংগ্রাম করে বেঁচে থাকা এদের নিত্তনৈমত্তিক স্বভাব।
মধ্যবিত্তদের নিয়ে সমাজে অনেক স্ট্যাটাস প্রচলিত রয়েছে। যার প্রতিটি অক্ষর তাদের নিত্যদিনের অবস্থান জানান দেয়। আপনাদের সুবিদার্থে আমি মধ্যবিত্ত ছেলেদের স্ট্যাটাস তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের উপকার হবে।
১.মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো সমাজের আসল রূপ দেখতে পায়।
২.মধ্যবিত্ত ছেলেরা যে পরিবারের ,পরিবেশে এ যায় সবসময় মধ্যবিত্তের সেই অজানা কুঁকড়ে ধরা স্মৃতি গুলো নিয়ে যায়।
৩.মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জন্মের পরই যুদ্ধ শুরু হয়ে যায়।
৪.মধ্যবিত্ত পরিবারের ছেলেরা নিজেদের না গরিব ভাবে না বড়োলোক ভাবতে পারে।
৫.মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো জানে কিভাবে বাইরের পরিবেশের সাথে মানিয়ে নিতে হয়।
৬.কিভাবে জীবনের যুদ্ধে জয়ী হওয়া যায় তা মধ্যবিত্ত ছেলেরা ভালো করে জানে।
৭.মধ্যবিত্ত পরিবারের ছেলেরা মানুষকে মূল্যায়ন করতে জানে।
৮.উচ্চবিত্ত পরিবারে কেউ মধ্যবিত্ত পরিবারের মত হতে পারে না।
৯.জীবনের বাস্তব চিত্র দেখতে হলে মধ্যবিত্তদের সাথে চলতে হয়।
১০.পৃথিবীর বেশিরভাগ সফলতা মধ্যবিত্তি পরিবারের মানুষগুলো দ্বারা তৈরী হয়েছে।
ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন