পৃথিবীর প্রতিটি সন্তানের কাছে মা পরম আরোধ্য। আমাদের সকলের জীবনের পরম ভালবা,, আস্থা এবং শ্রদ্ধার মানুষটি হলো মা।মায়ের পরম স্নেহ,আদর এবং মমতায় আমরা বেড়ে উঠি। মায়ের স্নেহময়ী চেহারাটিই যখনি চোখের সামনে ভেষে উঠে ইচ্ছে করে তখনই মায়ের কাছে ছুটে যাই।
সেই জন্মলগ্ন থেকে শুরু করে পরিণত বয়সের প্রতিটি ধাপে মা কত আদর যত্নে গড়ে তুলেছেন। মা এমনইএকটি মানুষ যিনি সারাটা জীবন শুধুমাএ সন্তানের জন্য নিজের জীবন ব্যাপৃত রেখেছেন। মা মানে মমতা,মা মানে মা,মা মানে ক্ষমতা,মা মানে স্নেহ,মা মানে ছায়া,মা মানে শা, মা মানে আদর, মা মানে শাসন,মা মানে বারণ,মা মানে নিরাপত্তা, মা মানে নিশ্চয়তা, মা মানে আশা,মা মানে আশ্রয়দাতা,মা মানেই এক বুক ভালবাসা। ভালবাসার অপর নাম মা। মা আমাদের নিঃস্বার্থ ভাবে ভালবাসে।মা আমাদের কখনোই কোন অভিযোগ করেন না।মা আমাদের পরম যত্নে লালন পালন করে। মা যেমন আমাদের কাছে টেনে নে,তেমনি আমাদের অপরাধে শাস্তি ও দেন। একজন মা কখনো সন্তানের খারাপ চান না আমাদের কখনই মাকে কষ্ট দেয়া উচিত নয়। মা যেমনি আমাদের ছোটকাল থেকে পরম আদরে লালন করেন আমাদের ও উচিত মাকে সবসময় খেয়াল রাখা।মাকে সময় দেয়া।আমরা অনেকে মাকে ঠিকমত সময় দেইনা। কখনোই মাকে অবহেলা করা উচিত না। সবসময় মাকে ভালবাসা উচিত।মায়ের পাশে থাকা উচিত।