১। বৃত্তের বৃহত্তম জ্যা ঐ বৃত্তের ……… ।
২। পরিধির দুইটি বিন্দুর সংযােজক রেখা বৃত্তের………..।
৩। বৃত্তের ব্যাস উহার ব্যাসার্ধের………….।
৪। গতিশীল বিন্দুর গতিপথকে বৃত্তের………..।
৫। বৃত্তের কেন্দ্রের সংখ্যা………….।
৬। বৃত্তের দৈর্ঘ্যকে তার…………. বলে।
৭। বৃত্তের ব্যাসের সংখ্যা ……..।
৮। বৃত্তের অংশবিশেষকে…………. বলে।
৯। একই বৃত্তের ব্যাসগুলাের পরপর ……….
১০। বৃত্তের মধ্যবিন্দুকে………… বলে।
১১। বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দুরত্বকে………….বলে।
১২। ব্যাসার্ধের দ্বিগুণকে…………. বলে।
১৩। বৃত্তের পরিধির যে কোন অংশকে…………. বলে।
১৪। বৃত্তস্থিত………. বিন্দুটিকে কেন্দ্র বলে।
১৫।……..একটি বক্ররেখা।
১৬। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমান………।
১৭। বৃত্তের ব্যাসার্ধগুলাে পরস্পর………….।
১৮। বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থকোণের………..।
১৯। অর্ধবৃত্তস্থ কোণ………..।
২০। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়………।
২১। বৃত্তের ব্যাসার্ধ π হলে ব্যাস………।
২২। বৃত্তের জ্যা এর লম্ব দ্বিখন্ডক………… গামী।
২৩। দুইটি জ্যা পরস্পরকে দ্বিখন্ডিত করলে ছেদবিন্দুকে…………. বলে।
২৪। দুইটি বৃত্ত পরস্পরকে………. টি বিন্দুতে ছেদ করে।
২৫। বৃত্তস্থ সুষম ষড়ভূজের প্রত্যেকবাহু।
•••••. এর সমান।।
২৬। বৃত্তের ক্ষেত্রফল =
২৭। বৃত্তের মাত্রা……… টি
২৮। কতগুলাে বিন্দু সমতলস্থ একটি নির্দিষ্ট বিন্দু হতে সমান দুরত্বে হলে তাকে …….. বলে।
২৯। বৃত্তস্থ যে বিন্দুটি ব্যাসকে সমান দুই অংশে বিভক্ত করে তাকে……….. বলে।
৩০। বৃত্তের স্পর্শের স্পর্শবিন্দুতে………. কেন্দ্রগামী।
৩১। বৃত্তের কোন বিন্দুতে……. ..টি স্পর্শক অংকন করা যায়।
৩২। বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বৃত্তের………. বলে।
৩৩। যে বক্ররেখা দ্বারা বৃত্ত সীমাবদ্ধ হয় তাকে………. বলে।
৩৪। বৃত্তের পরিধিস্থ যে কোন দু’টি বিন্দুর সংযােজক সরলরেখাকে ….বলে ।
৩৫। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আর একটি বিন্দু তার চারপাশে একবার ঘুরে আসলে যে বক্ররেখার সৃষ্টি হয় তাকে…….. বলে।
৩৬। ব্যাসের অর্ধেককে বৃত্তের………. বলে।
৩৭। বৃত্তের……… বৃত্তকে সমান দুই অংশে বিভক্ত করে।
৩৮। একই বৃত্তের ব্যাসার্ধগুলাে পরস্পর………।
উত্তর পত্রঃ
১। ব্যাস ২। জ্যা ৩। দ্বিগুন ৪। পরিধি ৫। ১টি ৬। পরিধি ৭। অসংখ্য ৮। বৃত্তাংশ ৯। দৈর্ঘ্য, সমান ১০। কেন্দ্র ১১। ব্যাসার্ধ ১২। ব্যাস ১৩। চাপ ১৪। স্থির মধ্য ১৫। বৃত্ত ১৬। ৩৬০° ১৭। সমান। ১৮। দ্বিগুণ ১৯। ৯০° ২০। সম্পুরক ২১। ২r ২২। কেন্দ্র ২৩। কেন্দ্র ২৪। দুটি ২৫। ব্যাসার্ধ ২৬। Ar ২৭। ১ ২৮। বৃত্ত ২৯। কেন্দ্র ৩০। লম্ব ৩১। ১ ৩২। ব্যাস ৩৩। পরিধি ৩৪। জ্যা ৩৫। বৃত্ত ৩৬। ব্যাসার্ধ ৩৭। ব্যাস ৩৮। সমান।