হ্যালো বন্ধুরা । সকলে কেমন আছো । আসা করি ভালো আছো। আজ বলবো মানুষের জীবনে এমন একটি ঘটনা ঘটেছে । যা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন।
তাহলে চলুন শুরু করা যাক।
একটি ঈমানদার লোক । প্রতিদিন একটি বাসে করে । মাদ্রাসার ছাত্রদেরকে পড়াতে যেতে ।লোকটি ছিল খুব গরিব মানুষ।
যা ইনকাম করত তাই দিয়ে তাদের সংসার চলত ।
লোকটি প্রতিদিন আসা-যাওয়ার পথে ওই বাসের অপেক্ষায় থাকত । একদিন সকালে ।
বাসটি একটু লেট করে আসে ।
পরবর্তীতে সবাইকে উঠিয়ে নিয়ে তাতে পথে রওনা দেয়।
সবার কাছে টাকা নিলো ।
ঈমানদার লোকটি বাসের হেলপারকে একটি 500 টাকার নোট দিল। হেলপার ছিলো হিন্দু ধর্ম ছেলে
কিছুক্ষণ পর হেল্পার ঈমানদার ব্যক্তি কে । কার গাড়ি ভাড়া 50 টাকা নিয়ে বাকি টাকা দিল ।
কিন্তু হেলপার উনাকে খসরু 500 টাকায় দিল । ওই ঈমানদার ব্যক্তি টাকা টা গুনে নিল । দেখে 50 টাকা বেশি ।
পরবর্তীতে 50 টাকা না দিয়ে। পকেটে রেখে দিল ।
সারা রাস্তায় ভাবতে লাগল এই 50 টাকা দিয়ে নিয়ে কি করবে ।
এই 50 টাকা কি করবে এইসব ভাবতে ভাবতে উনি উনার মাদ্রাসার সামনে চলে আসলো
ঠিক তখনই তার বিবেক নাড়া দিল ।
তখন চোখ দিয়ে পানি বের করে আল্লাহর কাছে মাফ চাইল।
বাস থেকে নামার আগে 50 টাকা হেলপার এর হাতে দিয়ে ক্ষমা চাইলো ।
কিন্তু হেল্পার নিজের ইচ্ছাকৃতভাবে উনাকে 50 টাকা বেশি দিয়েছিল।
ওই হেলপার । জানত উনি একজন ভালো ব্যক্তি
আমাদের ইসলাম ধর্মকে আসলে নেয়ার পথে চলে নাকি অন্যায়ের পথে চলে ।
এটা জানার জন্য ওই হেল্পার 50 টাকা বেশি দেয় ।
কিনতুক ঈমান দার ব্যক্তি 50 টাকা ফেরত দেয়
শেষ সময় হেলপার কেঁদে ফেলে ।
আর এরপর ইসলাম ধর্ম গ্রহণ করে হেলপার।
তাই চলুন টাকার জন্য নিজের ঈমানকে বিক্রি না করি ।
শপথ করি কখনো কারো ক্ষতি করব না । সে কোন ধর্মের ব্যক্তি হয় হোক ।
মহান আল্লাহতালা সবাইকে ঈমানদার বানিয়ে কবরে নিয়ে যাব আমিন।
আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ