যাকে পেলে তোমার সকল না পাওয়ার অভাবগুলো মিটে যায়। তার সাথে ভাব জমানোটা কিন্তু অপরাধ না।যে মানুষটার হাতে হাত রাখলে তোমার শ্বাসকষ্ট দূরীভূত হয়। তুমি অন্তত তার ভুবন জুড়ে বাস করো।
যাকে কালো টিপে মানায়। তার গালে টোল পড়াটা কিন্তু জরুরি না। তবে যার গালে টোল আছে, তাকে অন্ততপক্ষে ভালোবাসতে ভুল করো না। যে মেয়ের নাক সাধারণের চাইতে একটু বেশি মোটা হয়। তার গালে কামড় বসিয়ে ভালোবাসার পরিমাপ না করে, তার নাকে কামড় বসিয়ে দাও।তুমি যাকে নিজের চাইতে বেশি চিনো বা নিজের চেয়ে বেশি জানো। তাকে কিন্তু অবহেলা করো না। কারণ অবহেলা করার মত মানুষের তালিকা কিন্তু এই চ্যাপ্টারের মানুষের সাথে যায় না। যার ঠোঁট পাবদা মাছের মত। তার অন্যকিছুতে তুমি আকৃষ্ট হতে যেও না। যে মেয়েটা একটু বেশিই পকর পকর করে, তাকে ভুল করে হলেও মন দিয়ে ফেলো। যে মেয়েটা সর্বক্ষণ তোমাকে জ্বালাতন করে, তাকে একটু ও ভুল বুঝো না। কারণ এমনও হতে পারে, মানুষটা তোমাকে জ্বালাতন করতে বেশ পছন্দ করে। আসল কথা হলো ভালোবাসা তো তার সাথেই হয়। যার সাথে তোমার ভাব হয়। ভাব না হলে ভালোবাসা কখনো হয় না। যাকে ভালোবাসা যায়, তাকে ভালো রাখাও যায়। তবে অবহেলা করে কারোর ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে মিশুক টাইপ হওয়াটা জরুরি।যে মেয়েটা তোমাকে ভালোবাসে না। তাকে এক মাস পর্যন্ত ডিস্টার্ব করতে থাকো। তবে তার আগে খাতিয়ে দেখা উচিৎ যে, মেয়েটার অন্য কোনো জায়গায় ভাব আছে কিনা। যদি ভাব না থাকে,তাহলে ডিস্টার্ব করা ছেড়ে দিও না। কেউ রাগ করলে তার রাগ কন্ট্রোল করা শিখো। কারণ যে রাগ কন্ট্রোল করতে জানে, সে অবশ্য কারোর মনে জায়গা করতে বেশি সময় নেয় না। যাকে ভালোবাসো তাকে কোনো ভাবেই ছেড়ে যেও না। তবে মাঝেমাঝে কষ্ট দিতেও ভুলে যেও না। মাঝে মাঝে কষ্ট দিলে মানুষটা কারণে অকরাণে রাগে অভিমানে তোমার কথা স্মরণ করবে।
শেষ কথা। ভালোবাসার মানুষের সাথে ফান করতে ভুইলো না। তাকে সর্বদা হাসাহাসির উপড়ে রাখো। তাহলে দেখবা সে সব সময় শুধু তোমার সাথেই কথা বলতে চাইবে। কারণ যারা হাসায় তারা সবার প্রিয়। আর যে কাঁদায় তাকে কিন্তু কেউ-ই পছন্দ করে না।