বাংলাদেশ- অর্থনৈতিক দিক থেকে উন্নয়নশীল দেশের খাতায় যার নাম লিখা হয়েছে অনেক আগেই। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো বলে মন্তব্য করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর একটা সত্যতা হল, আমাদের বাংলাদেশের টাকার মান অন্যান্য দেশের তুলনায় আগের চেয়ে অনেক বেরেছে। আজকে এমন কিছু দেশের নাম জানবো যেসব দেশের টাকার মান বাংলাদেশের টাকার চেয়ে অনেক কম। দেশের বাইরে বেরাতে, পরাশুনা করতে, ব্যবসা বা কাজের জন্য যখনই আমরা যাই তখনই আমাদের প্রোয়জন পরে মানি একচেইঞ্জ করতে। আর তখন আমরা বুঝতে পারি আমাদের দেশের টাকা সেসব দেশের টাকার চাইতে অনেক কম। কিন্তু পৃথিবীতে এমনও দেশে আছে যেসব দেশের অনেক টাকা পাওয়ায় যায় আমাদের দেশের ১ টাকার বিনিময়ে। চলুন তাহলে যেনে নেই সেবব দেশ সম্পর্কে, যেসব দেশের অনেক টাকা পাওয়া যায় আমাদের দেশের ১ টাকার বিনিময়ে।
ইন্দোনেশিয়া- কোন দেশে গিয়ে আপনি মুদ্রা ভাঙ্গাতে গিয়ে যদি দেখেন বাংলাদেশের ১ হাজার টাকার বিনিময়ে সে দেশের স্থানীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ টাকা আপনি পাচ্ছেন তাহলে তো খুসির সিমা থাকবে না আপনার মনে। হে হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় গেলে এমন অভিজ্ঞতাই হবে আপনার। যেখানে বাংলাদেশী ১০ হাজার টাকার বিনিময়ে পাবেন ১৭ লক্ষ্য ৩৭ হাজার ৩শত ৬০ ইন্দোনিশিয়ান রুপিয়া।
নেপাল- হিমালয় কন্যা খ্যাত এই দেশে রয়েছে পৃথিবীর সবথেকে উচু পাহাড় মাউন্ট এভারেস্ট। ফলে সেখানে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা অনেক পর্যটকের সমাগম ঘটে। তবে বাংলাদেশের তুলনায় সেখানকার মুদ্রার দাম অনেক কম। সেখানে গেলে বাংলাদেশি ১ টাকার বিনিময়ে সেখানকার মুদ্রায় ১ দশমিক ৩৪ নেপালি রুপি পাবেন আপনি। সেই অনুপাতে আপনার পকেটে যদি বাংলাদেশি ১০ হাজার টাকা থাকে তাতে আপনি পেয়ে যাবেন ১৩ হাজার ৪ শত ১৭ টাকা।
শ্রীলঙ্কা-(দ্বীপের দেশ) এটি দক্ষিন এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র । পার্ট অব ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগরের মুক্তা নামেও পরিচিত এই দেশ। সেখানে গেলে বাংলাদেশি ১ টাকার বিনিময়ে আপনি পাবেন শ্রীলংকান ১ দশমিক ৯২ রুপি।
ইরান- মধ্য প্রাচ্যের আঞ্চলিক প্রভাবশালী দেশ ইরান। সেখানে গেলে আপনি বাংলাদেশি ১ টাকার বিনিময়ে পাবেন, ৫ শত ৭১ দশমিক ৭২ ইরানিয়ান রিয়াল।
ইরাক- প্রাচিন মেসোপটেমীয় সভ্যতার দেশ ইরান । বাংলাদেশি ১ টাকার বিনিময়ে সেখানে পাওয়া যায় ১৪ দশমিক ২২ ইরাকি দিনার।
আলজেরিয়া- ভূমধ্য সাগরের তীরে অবস্থিত আলজেরিয়া হল আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র । দেশেটির একটি বড় অংশই সাহারা মরুভূমিতে অবস্থিত। সেখানে গেলে বাংলাদেশি ১ টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন ১ দশমিক ৪২ আলজেরিয়ান দিনার।
কম্বোডিয়া- দক্ষিন পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায়। সেখানে আপনি বাংলাদেশের ১ টাকার বিনিময়ে পাবেন ৪৮ দশমিক ৫৯ কম্বোদিয়ান রিয়াল। ১৯৫৩ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এই দেশটি।
চিলি- দক্ষিন অ্যামেরিকার দেশ চিলিতে বাংলাদেশের ১ টাকার বিনিময়ে পাওয়া যাবে ৭ দশমিক ৯৮ চিলিয়ান পেসো। চিলির রাজধানীকে একটি আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।
ইয়েমেন- মানব ইতিহাসের অন্যতম প্রাচিন বসতি মধ্যপ্রাচ্যের ইয়েমেনে। সেখানে বাংলাদেশি ১ টাকার বিনিময়ে পাওয়া যাবে ২ দশমিক ৯৯ ইয়েমিনি রিয়াল।
লেবানন- ভূমধ্য সাগরের উপকূলিয় হাজার বছরের সাংস্কৃতি ঐতিহ্য মন্ডিত দেশ লেবানন । যেখানে বাংলাদেশি ১ টাকার বিনিময়ে পাওয়া যাবে ১৮ দশমিক ২ লেবানিস পাউন্ড।
উজবেকিস্তান- মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে। সেখানে গেলে বাংলাদেশি ১ টাকার বিনিময়ে পাওয়া যাবে ৯৩ দশমিক ১ উজবেকিস্তান সম।
সর্বশেষ রয়েছে বিয়েতনাম- দক্ষিন পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে বাংলাদেশি ১ টাকার বিনিময়ে পাওয়া যাবে ২৭৮ দশমিক ১৩ ভিয়েতনামিস ডং।
বিঃদ্র= বিভিন্ন সময় কারেন্সি উঠানামা করার কারনে উল্লেখিত টাকার পরিমান কম বেশি হতে পারে।