আসসালামুয়ালাইকুম বন্ধুরা,আসা করি সবাই ভালো আছেন।
দেশের পরিস্থিতি ভালো না তাই সারা দেশে এখন লকডাউন চলতেছে। আমরা সবাই এই লকডাউনে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি। কিন্তুু এই লকডাউন কে কিভাবে কাজে লাগাতে হয় তা নিয়ে আজকে আলোচনা করব। বাড়িতে বসেই কিভাবে লকডাউনের সময়কে নিজের কাজে লাগাবেন তা জানতে হলে পুরোটা পড়ুন
লকডাউনের সময়টা আপনি অনেক ভাবেই কাজে লাগাতে পারেন। নিছে কিছু টিপস দেওয়া হলো যা দিয়ে আপনি সহজেই লকডাউনের সময় আনন্দের সাথে কাটাতে পারবেন
(১)আউটসোর্সিং: আউটসোর্সিং এমন একটা বিষয় যা দ্বারা আপনি টাইম পাস ও ইনকাম দুইটাই করতে পারেন। বাংলাদেশে আউটসোর্সিং এর অনেক সাইট আছে যা দিয়ে আপনি আউটসোর্সিং করতে পারেন। আপনি চাইলে এই গ্র্যাথর সাইটেও প্রতিদিন পোস্ট করে অনেক টাকা ইনকাম করতে পারেন এবং তাতে আপনার সময় ও খুব দ্রুত কাটবে। আরও অনেক সাইট আছে যেখানে আপনি সময় কাটানোর পাশাপাশি ইনকাম করে নিজের খরচ নিজেই চালাতে পারবেন। তাই সময় কাটানোর জন্য আউটসোর্সিং করতে পারেন
(২)কোরআন পড়ে:যেহেতু এখন রমজান মাস তাই কোরআন পড়া আপনার জন্য অতি প্রয়োজনীয় কারন রমজান মাস হলো ফজিলতের মাস।আপনি প্রতিদিন কোরআন পড়ে সওয়াব পাওয়ার পাশাপাশি সময় কাটাতে পারেন। প্রতিদিন কোরআন পড়লে আপনি ইসলামের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যা আপনার জানা অত্যন্ত প্রয়োজনীয়।তাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে আপনি এই বন্ধের সময় কোরআন পড়েন এবং সওয়াব অর্জন করেন।
(৩)বিভিন্ন বই পড়ে: আপনি চাইলে বিভিন্ন রকমের বই পড়ে টাইম পাস করতে পারেন এতে আপনার জ্ঞান ও বাড়বে।বিভিন্ন প্রকার বই পরলে আপনি অনেক সহজেই সময় কাটাতে পারেন।যেমন আপনি যদি সাধারণ জ্ঞান বই পড়েন তাহলে আপনি সময় কাটানোর পাশাপাশি পৃথিবী সম্পর্কে অনেক তথ্য পেতে পারেন। আপনি যদি বই পড়েন তাহলে আপনার নিজেরই উপকার হবে। তাই সময় কাটানোর জন্য আপনি বই পড়তে পারেন
(৪)পড়ালেখা করে:এই লকডাউনে বাংলাদেশের স্কুল কলেজ কোনো কিছুই খোলা নেই। তাই সবার পড়ালেখার গতিও কমে যাচ্ছে। আপনি যদি এখন পড়ালেখার পিছনে সময় দেন তাহলে আপনারই লাভ হবে। আপনি এই বন্ধের সময়ে যদি বেশী করে পড়েন তাহলে পরিক্ষার সময় আপনি ভালো রেজাল্ট আনতে পারবেন। এই বন্ধের সময় বেশী পড়ালেখা করলে আপনার সময় ও কেটে যাবে। তাই আপনার জন্য ভালো হবে পড়ালেখার মাধমে সময়টুকু কাজে লাগান।
(৫)নামাজ পড়ে:যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে নামাজ আপনার জন্য অত্যাবশ্যক। প্রতি ৫ ওয়াক্ত নামাজ পড়লে আপনার সময় ও কাজে লাগবে আবার সওয়াব পাবেন। নামাজ এর মাধ্যমে আপনার শরীরের অনেক উপকার হয়। আর নামাজ আদায় করলে গুনাহ থেকে মাফ পাবেন। নামাজ আপনার মনকে পরিস্কার করে। আপনার চেহারায় সুন্দয্য এনে দেয়। আর তাছাড়া এখন রমজান মাস তাই আপনার উচিত ৫ ওয়াক্ত নামাজ পড়া। ৫ ওয়াক্ত নামাজ পড়লে আপনার এই লকডাউনের সময়টা কাজে লাগবে।
(৬) সোস্যাল মিডিয়া: আপনি বিভিন্ন মিডিয়া তে বিভিন্ন শিক্ষা মূলক ভিডিও দেখে আপনি সময় কাটাতে পারেন। এতে আপনার জ্ঞান বাড়বে। আপনি অনেক বিষয়ের উপরে ধারণা অর্জন করতে পারবেন। আপনি যদি পৃথিবী সম্পর্কে কিছু ভিডিও দেখেন তাহলে আপনি পৃথিবী সম্পর্কে অনেক ধারণা পাবেন।তাই আপনার উচিত এই লকডাউনে বিভিন্ন শিক্ষা মূলক ভিডিও দেখা এবং সময়টা কাজে লাগানো।
বন্ধুরা উপরের সব কিছু যদি আপনি মেনে চলেন তাহলে আপনার এই লকডাউন হয়ে উঠবে আনন্দময়। এই টিপস গুলো মেনে চললে আপনি আপনার জিবনকে অনেক সুন্দর করে গড়ে তুলতে পারবেন।তাই আপনার উচিত এই টিপস গুলো ফলো করা
আমার পোস্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কোনো ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। লকডাউনের সময়টা ইনজয় করুন। করোনা ভাইরাস থেকে বেচে থাকার চেষ্টা করুন। আল্লাহ হাপেজ