আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই বেশ ভালো আছেন। নতুন একটি আর্টিকেল নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সমুদ্র নিয়ে কবিতা জীবনানন্দ দাশের লিখা ছোট কবিতা । সমুদ্র নিয়ে স্ট্যাটাস – সমুদ্র নিয়ে বিভিন্ন গল্প কবিতা শুনতে আমাদের সবার অনেক ভালো লাগে। তাছাড়াও সমুদ্রকে নিয়ে বিভিন্ন কবি, লেখকরা লিখে গেছেন কবিতা, গল্প আর গান।
লেখক আর কবিদের লেখা এসব গান আজও পাঠকদের কাছে পুরনো হয়নি। আজও সবাই বড্ড ভালোবাসে লেখক আর কবিদের এসব গল্প, কবিতা আর গানগুলোকে। এমনই একজন কবি হচ্ছেন জীবনানন্দ দাস। সমুদ্র নিয়ে লেখা তার কবিতা, পাঠকদের যেন হৃদয় ছুঁয়ে গিয়েছে। আজকে আমরা তার ছোট একটি কবিতাংশ শুনবো, যেটি সমুদ্র নিয়ে লিখা হয়েছে। কবিতার নিচে সেটার সারাংশ থাকবে। এবং শেষে আমরা সমুদ্র নিয়ে কয়েকটি স্ট্যাটাস শুনবো। আশা রাখছি আর্টিকেলটা আপনাদের ভালো লাগবে, তাই মনোযোগ সহকারে পড়ুন পুরোটা।
সমুদ্র নিয়ে কবিতা জীবনানন্দ দাশের লিখা ছোট কবিতা | সমুদ্র নিয়ে স্ট্যাটাস
কতো দেহ এলো,- গেল,- হাত ছুঁয়ে-ছুঁয়ে
দিয়াছি ফিরায়ে সব,- সমুদ্রের জলে দেহ ধুয়ে
নক্ষত্রের তলে
বসে আছি,- সমুদ্রের জলে
দেহ ধুয়ে নিয়া
তুমি কি আসিবে কাছে
(- ধূসর পাণ্ডুলিপি / জীবনানন্দ দাশ)
কবিতার সারাংশ: এই কয়েকটি কবিতার চরুন এর মাধ্যমে কবি তার প্রিয় মানুষকে ফিরে আসার কথাটি ব্যক্ত করেছেন। “কতো দেহ এলো – গেলো” অর্থাৎ কত দেহ আসলো আবার কত দেহ চলে গেলো। “হাত ছুঁয়ে-ছুঁয়ে দিয়াছি ফিরায়ে সব” অর্থাৎ কবি হাত দিয়ে ছুঁয়ে বা স্পর্শ করে সব দেহ গুলোকে ফিরিয়ে দিয়েছেন। “সমুদ্রের জলে দেহ ধুয়ে নক্ষত্রের তলে বসে আছি” এখানে কবি বুঝিয়েছেন সমুদ্রের জলে তিনি তার দেহখানা ধুয়ে আকাশের নক্ষত্রের নিচে তিনি বসে আছেন। অর্থাৎ সমুদ্রের পাশে তিনি বসে আছেন, আর তার মাথার উপরে আকাশের নক্ষত্র। “সমুদ্রের জলে দেহ ধুয়ে নিয়া তুমি কি আসিবে কাছে” অর্থাৎ কবি তার প্রিয় মানুষটাকে মনে মনে জিজ্ঞেস করছেন সমুদ্রের জলে দেহ ধুয়ে অর্থাৎ মন পরিষ্কার করে সে কবির কাছে কি ফিরে আসবে?
এটা ছিল কবি জীবনানন্দ দাশের কবিতার কিছু অংশ এবং সহজ সারাংশ। আশা করছি কবিতাটি আপনাদের ভালো লাগবে।
সমুদ্র নিয়ে কয়েকটি স্ট্যাটাসঃ
আমিও একদিন ঐ বিশাল সমুদ্রের মাঝে তোমার সাথেই ছিলাম বলে মনে পড়ে।
বিশাল সমুদ্রকে সাক্ষী করে করছিলাম সম্পর্কের শুরু, কিন্তু তুমি সম্পর্কের ইতি করতে ভাবলে না একটা বারও।
জানতে খুব ইচ্ছে করে! তুমি কি আজও ঐ বিশাল সাগরের পাড়ে গিয়ে আমার অপেক্ষা করো?
তোমার আর আমার সম্পর্কের সূচনার পর থেকে সমুদ্রের পাড়ে বসে ঢেউ এর সাথে গল্প করি আর আকাশের নীল নক্ষত্রদের সাথে গান গাই।
আজকের আর্টিকেলটা ছিল এই পর্যন্ত। আশা করছি ভালো লেগে থাকবে। ভালো লাগলে মন্তব্য করে জানাবেন, আল্লাহ হাফেজ।