আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি সবসময়। সাদা শাড়ি নিয়ে উক্তি্, saree caption
শাড়ি বাঙালি নারীদের পছন্দের একটি পোশাক। বাঙালি নারীদের দ্বিগুনভাবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে শাড়ির ভূমিকা তীব্র। শাড়ির নারীর সন্ধ্যর্যের অলংকার স্বরূপ। শাড়ি যুগে যুগে কালে কালে সকলের পছন্দের একটি পোশাক হল শাড়ি। শাড়ি বয়সভেদে ,সময়ভেদে সকলের প্রিয় পোশাক। আর তাই নারীরা বিভিন্ন রংয়ের শাড়ি সবসময় পছন্দ করে থাকে। রংয়ের ক্ষেত্রে একেক জনের একেক রকম পছন্দ। কিন্তু যদি কথা হয় সাদা শাড়ি নিয়ে তাহলে সকলের পছন্দের অন্যতম একটি শাড়ি হল সাদা শাড়ি। বাঙালি নারীদের মাঝে সবসময় শাড়ির প্রীতি দেখা যায়। শাড়ির মাধ্যমে নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে বরাবর নারীরা বদ্ধ পরিকর। শাড়ির ক্ষেত্রে নারীদের পছন্দ নানান ধরণের রং হলেও। শাড়ির ক্ষেত্রে কিছু বিশেষ বিশেষ রং হয়ে থাকে নারীদের পছন্দের তালিকার শীর্ষে।
চলুন জেনে নেওয়া যাক সাদা শাড়ি নিয়ে ক্যাপশন সম্পর্কে
১.পড় যখন সাদা শাড়ি
মুগধ হয়ে তাকিয়ে রব আমি।
২.সাদা শাড়িতে ছড়িয়ে রাখো মুগ্ধতা
আবার বিস্ময়ে ছড়িয়ে রাখে সৌন্দর্যটা।
৩.পরনে তোমার সাদা শাড়ি
ললনা তোমার রূপে ভারী।
৪.সাদা শাড়িতে তোমার রূপ
মুদ্গ হয়ে উঠে দ্বিগুন।
৫.আজই সাদা শাড়িতে তোমাকে দেখতে লাগছে ভারী।
৬.যদি পর সাদা শাড়ি
মন চায় আবার প্রেমে পড়ি।
৭.যদি আজ চায় মন পড়তে শাড়ি
বার বার বেঁচে নিব সাদা শাড়ি।
৮.পরনে তোমার সাদা শাড়ি
ললনা তোমাকে লাগছে ভারী।
৯.মন যদি চায় পর শাড়ি
আজ তোমাকে দিব সাদা শাড়ি।
১০.শাড়ি যদি হয় তোমার পছন্দের
তাহলে আজ কিনে দিবে সাদা শাড়ি।
১১.তোমার রূপ ফুটে উঠে দ্বিগুন
যদি পর সাদা শাড়ি
১২.দেখিছিলাম সেদিন সাদা শাড়িতে
আজ সাদা শাড়ি দেখলে মনে হয় তোমার কাছে বার বার ফিরে যায়।
১৩.সাদা যেমন শুভ্রতার রং
ঠিক তেমনি সাদা শাড়িতে তোমার সৌন্দর্য ফুটে উঠে দ্বিগুন।
১৪.আজও মুগধ আমি তোমার রূপে
যদি পর সাদা শাড়ি ইচ্ছে হয় অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি।
ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকের টপিক নিয়ে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন আমাদের সাথে। এছাড়াও নতুন কোন বিষয় সম্পর্কে জানতে চাইলে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন