আসসালামুয়ালাইকুম ভাইয়েরা,
আশা করি সবাই অনেক ভাল আছেন।
আমরা সকলেই আবার অবগত আছি যে, কয়েকদিন আগে ভারতের একজন চলচ্চিত্র অভিনেতা আত্মহত্যা করেছে। আর নাম সুশান্ত সিং রাজপুত। তুমি কেন আত্মহত্যা করেছে?? আপনারা পুরোটা পড়লেই বুঝতে পারবেন।
প্রথমে আমরা একটু পিছনে যায়।
রবিন উইলিয়ামস এলেন বিশ্ব বিখ্যাত একজন কৌতুক অভিনেতা। সারাটা জীবন মানুষকে হাসি আনন্দের মধ্যে রেখেছিলেন। তিনি কি নিজে সুখী ছিলেন? জি না, প্রিয় কিন্তু আত্মহত্যা করেছিলেন।
আমাদের প্রতিবেশী দেশ ভারতের আরেকজন বিখ্যাত ফানি শো মিরাক্কেল-উপস্থাপক মীর আফসার। একবার দুইবার নয়, চার চারবার আত্মহত্যার প্রচেষ্টা চালিয়েছিলেন।
ঠিক একইভাবে তিন বছর আগে বিশ্ব বিখ্যাত মিউজিক ব্যান্ড লিনকিন পার্ক-এর গায়ক ও প্রধান গীতিকার চেষ্টার বেনিংটন নিজেকে নিঃশেষ করে দিয়েছিলেন।
যাদের আভিজাত্য, লাইফস্টাইল আর ভাব দেখে মনে মনে ঈর্ষান্বিত হন, নিজেকে অনেক ছোট মনে করেন, তাদের এই করুন পরিনতি আমরা নিজের চোখেই দেখলাম। এসব সেলিব্রিটিদের বিশেষ করে রাজপুত সিংয়ের কিসের অভাব ছিল?? টাকার অভাব ছিল ?বাড়ি ঘরের অভাব ছিল? না কোনটার ই অভাব ছিলনা। অনেক টাকা বিশাল জনপ্রিয়তা এবং জীবনকে উপভোগ করার সমস্ত উপকরণ তাদের ছিল। কিন্তু কেন তারা হতাশ হয়েছে?? কেন তারা নিজেকে শেষ করে দিয়েছে??
আল্লাহ সুবহানাহুওয়া তা’য়ালা বলেনঃ–জেনে রেখো, আল্লাহর স্মরণে কেবল হৃদয় সমুহ প্রশান্ত হয়। (আল কোরআন)
আল-কুরআনের আলোকে সুন্দর করে উত্তরটা লিখেছিলেন একজন মানুষ। তিনি বলেন- প্রকৃতপক্ষে অন্তরে রয়েছে এক অভাববোধ, যা আল্লাহ সুবহানাহুওয়া তা’আলার সাথে সম্পর্ক তৈরি করা ব্যতীত দূর হয় না। কোন ব্যক্তিকে যদি পুরো দুনিয়া ও তার সবকিছুই প্রদান করা হয়,তবুও তার যে অন্তরের শূন্যতা রয়েছে তা আল্লাহ সুবহানাহুওয়া তা’আলার স্মরণ ছাড়া কখনো পূরণ হবে না।
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলেই সুশান্ত সিং রাজপুতের বিষয়টা বুঝতে পেরেছেন। অন্তরে প্রশান্ত দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আসলে অন্তরের মালিক তো আল্লাহ তাআলা আর সেই অন্তরে শান্তি ,আশা ,ভালোবাসা সবকিছু দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তাহলে কেন আমরা নিজেকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি?? তাহলে কেন আমরা শান্তির পথকে স্বাগত না জানিয়ে অশ্লীল মিউজিক, মুভি আর হারাম রিলেশনে মানসিক প্রশান্তি খুজতেছি ?? এটা কি নিজের সাথে আত্মপ্রতারণা নয়???
আসুন আমরা সকল হারাম অশ্লীল কাছ থেকে নিজেকে বিরত রাখি এবং সবসময় আল্লাহ সুবহানাহুওয়া তা’আলার এই প্রশান্ত রাস্তার দিকে ধাবিত হয়। তবেই না আমাদের প্রশান্তি মিলবে।আর এই পথ ছেড়ে যদি অন্য পথে চলে যাই তাহলে কিন্তু আমাদের পরিণতি সেই রবিন উইলিয়ামস,রাজপুত এদের মতই হবে। আমরা সবাই নিজের সাথে প্রতারণা করি।
আজকে পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন। আবার হাজির হব অন্য কোন বিষয় নিয়ে।