আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজ আমি আবারো কিছু নতুন কবিতা শেয়ার করব
কবিতাঃ- কালো দাগ মুছে দেবো
মুছে দিতাম সব কালো দাগ
একটা রাবার পেলে
ফরসা হতো সবার মন
দাগগুলো সব গেলে।
হিংসা-বিদ্বেষ হানাহানি হতো যে উধাও
রঙিন প্রভাত রাঙিয়ে দিতাম আঁধার জীবনটাও।
আকাশ ফেড়ে চন্দ্র-তারা পাতাল ফেড়ে খনি
কত শত আবিষ্কারে
কত কিছু জানি। বিজ্ঞানীরা কত কিছু
করছে আবিষ্কার,
পারলো না শুধু এই সহজ জিনিস বানাতে রাবার। জ্ঞানী-গুণীর মাথা গেল এই রাবারের খোঁজে
তাদের জ্ঞানে হচ্ছে না কাজ, তারা কি তা বোঝে?
বুঝেও যেন না বোঝা ভাব তাদের আচরণে
তাইতো আজি মহা জ্ঞানীর স্মরণ মনে-মনে।
আয় রে সকল ভুক্তভোগী দুঃখী মানুষ যারা
সব কালো আজ মুছে দেবো শিক্ষার আলো দ্বারা।
কবিতাঃ-মাছের ঝোল
মাছের ঝোল মাছের ঝোল
খাই না কতদিন,
এবার খাবো এবার খাবো
পেট ভরে সারা দিন।
ইলিশ আমার ভীষণ প্রিয়,
বোয়াল মাছের পেটি।
শিং মাছটা বাদ দিলে হয়,
সারাটা দিন মাটি।
মাছের ঝোল খেলে পরে স্বাস্থ্য থাকে ভালো,
তাইতো আমার ভীষণ প্রিয়,
তোমরা সবাই জেনো তোমরাও যদি পুষ্টি চাও, বেশি করে মাছ খাও।
কবিতাঃ-নামাজ
আয় ছেলেরা আয় মেয়েরা,
নামাজ পড়তে যাই।
নিয়মিত নামাজ পড়লে,
বলে গেছেন শ্রেষ্ঠ নবি
মনে শান্তি পাই ৷
নামাজ হলো বেহেশতের চাবি,
সেই চাবি পেতে হলে,
নামাজ পড়বো সবাই মিলে।
কবিতাঃ-সত্যবাদী
সত্য কথা বলি আমি,
সৎ পথে চলি ।
শত বিপদের মাঝেও আমি,
সত্য আঁকড়ে রাখি।
সত্য মহান, সত্য মহৎ,
সত্যই মাধুর্য,
সত্য বলেই বুঝি আমি এর কত তাৎপর্য।
সত্য মিঠা, সত্য মধুর,
সত্যই সর্বোত্তম।
তাইতো আমি সত্য বলি, নেই কোনো বিভ্রম।