Cheap price backlink from grathor: info@grathor.com

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার উপায়

  • আমরা বর্তমানে প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি । কিন্তু স্মার্টফোনের ব্যাটারি যদি কোন কারণে নষ্ট হয়ে যায় তাহলে আমাদের নানা রকম সমস্যায় পড়তে হয়। এছাড়াও দূর্ঘটনা ঘটে বড় ধরনের ক্ষতি হতে পারে। আমরা যদি কিছুটা সচেতন হতে পারি তাহলে আমরা স্মার্টফোনটির ব্যাটারি আমরা অনেক দিন ভালো ব্যবহার করতে পারব। তাহলে চলুন জেনে নেওয়া যাক মোবাইল চার্জ দেওযার উত্তম পদ্ধতিগুলো:
    আমরা যে ভুলগুলো করে থাকি
    • আমরা ব্যাটরি ফুলে গেলে তা সুচ দিয়ে ফুটা করে দেই এতে ব্যাটারির ক্ষতিকর রাসায়নিক পদার্থ আমাদের চোখের ক্ষতি করতে পারে।
    • ব্যটারির চার্জ শেষ না হওয়া পর্যন্ত ফোনে চার্জ দেই না বা ২০% নিচে এনে তারপর চার্জ দেই।
    • ব্যবহারের অনুপযোগী হওয়ার পরেও তা ব্যবহারের চেষ্টা করি।
    • মোবাইল কিছু সময় পরপর চার্জ দেই।
    • মোবাইলের চার্জ ১০০% হওয়ার পর চার্জ দেওয়া বন্ধ করি।
    মোবাইল চার্জ দেওয়ার নিয়ম
    • স্বাভাবিক তাপমাত্রায় মোবাইল চার্জ দিতে হবে। খুব বেশি তাপমাত্রা বা খুব কম তাপমাত্রায় চার্জ দিলে ব্যাটারির ক্ষতি হতে পারে
    • খেয়াল রাখতে হবে যেন চার্জ ২০% এর নিচে না নেমে যায়।
    • ব্যাটারির চার্জ ১০০% করা যাবে না। ৯০% পর্যন্ত চার্জ দিলেই তা যথেষ্ট হবে। এরপর চার্জ করা থেকে বিরত থাকতে হবে।
    • চার্জ দেওয়ার সময় আগুন, হিটার বা উচ্চতাপমাত্রার কোন কিছু মোবাইলের সাথে রাখা যাবে না।
    • উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহে চার্জ দেওয়া যাবে না।
    • মোবাইলের সাথে যে চার্জার দেওয়া হয় সে চার্জার ব্যবহার করতে হবে অন্য চার্জার ব্যবহার করলে ব্যাটারির ক্ষতি হতে পারে।
    • বারবার চার্জ না দিয়ে একবার চার্জ দিয়ে তা বেশিক্ষণ ব্যবহার করা উচিত।
    এছাড়াও যা করতে হবে
    • মোবাইলের অ্যাপ নিয়মিত আপডেট দিয়ে রাখতে হবে।
    • মোবাইল স্কিনের উজ্জ্বলতা কম করে রাখতে হবে।
    • মোবাইলের সাউন্ড কম করে রাখতে হবে সম্ভব হলে হেডফোন ব্যবহার করতে হবে।
    • মোবাইলের অপারেটিং সিস্টেম সফটওয়্যার সময়মতো আপডেট দিতে হবে।
    • যেসব অ্যাপ চার্জ বেশি খরচ করে সেগুলো কম ব্যবহার করতে হবে।
    • ফোনকে আর্দ্র বা ভেজা এলাকায় রাখা যাবে না।
    • চার্জার নষ্ট হয়ে গেলে আপনার ব্যবহৃত মোবাইল কোম্পানির নির্দিষ্ট চার্জর ব্যবহার করতে হবে।
    • ১২ ঘন্টার বেশি মোবাইল চার্জে দিয়ে রাখা যাবে না।
    আশাকরি এসব মেনে চললে আপনার মোবাইলের ব্যাটারি দীর্ঘদিন পর্যন্ত ভালো সার্ভিস দিবে।

Related Posts

4 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No