আমাদের পৃথিবীতে বর্তমানে কোটি কোটি লোক আছে।আর সবাই যার নিজের ইচ্ছে মতো চলে এবং নিজের ইচ্ছে মত করে।আর তারা কিন্তু একবারও কখনও ভাবেনা যে আমরা যে কাজ করি সেটা কি আমাদের ঠিক হচ্ছে নাকি হচ্ছে না।এবং আমরা কি খারাপ কাজ করছি নাকি ভালো কাজ করছি।আর একজন যদি এই গুলো ভাবতো এবং সে নিজেই চিন্তা করত যে আমি যে করছি সেটা কি আমার জন্য ভালো হবে না কি খারাপ হবে।এই কথা গুলো যদি চিন্তা করত তাহলে কিন্তু তারা আর কখনো খারাপ কাজ করত না।কিন্তু বর্তমানে দেখা যায় যে বিশ্বের সব জায়গাতেই এই গুলো অহরহই ঘটছে।যেখানে সেখানে অনেক বর বর খুন হচ্ছে অথচ তাদের মনে কোনো কিছু আসে যায়।অনেকেই আবার অনেক ধরনের নেশার আক্রান্ত অথচ তারা এটার জন্য কষ্ট ভোগ করছে।আর আমাদের দেশে এ রকম মানুষ অনেক আছে অথচ তারা এগুলো কে তুচ্ছ মনে করে এড়িয়ে চলছে।আর একজন মানুষকে সৎভাবে বেচে থাকতে হলে তাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে।আর তাহলেই সে এক জন আদর্শ মানুষ হতে পারবে।আর একজন সৎ ও আদর্শ মানুষ হওয়াটা বর্তমানে অনেক কঠিন এবং অনেকেও চেষ্টা করলেও পারে না।আর এক জন সৎ মানুষের দাম অনেক সেটা যদি দুনিয়াতে নাও হয় কিন্তু আখিরাতে এর মূল্য অনেক বেশি।আর একজন অসৎ মানুষের আজ কোনো দাম সে যেখানেই যাবে তার কোন প্রকৃত সুখ সে কোথাও পাবে না।এবং সমাজে তাকে সবাই ঘৃণার চোখে দেখে কেউ তাকে পছন্দ করে না।আর তাহলে আপনারা দেখলেন যে একজন সৎ মানুষের দাম কত আর একজন অসৎ মানুষের দাম কত।আর আপনারা নিশ্চয়ই চান যে আমরা যেন সৎ ভাবে বেচে থাকতে পারি এবং একজন আদর্শ ভান মানুষ হয়ে এই দুনিয়ার বুকে বেচে থাকতে পারি।আর যারা অসৎ পথে আছে আমরা সবাই তাদেরকে সৎ এবং আদর্শ ভান হওয়ার জন্য বোঝানোর চেষ্টা করব।এবং তারা যদি আমাদেরকে অনুসরন করে তাহলে হয়তো তারাও এক সময় অনেক ভালো হতে পারবে।
Oshomoy (Web Film) 2024
Drama | Thriller Name: Oshomoy (Web Film) 2024 Written by: Kajal Arefin Ome Directed by: Kajal Arefin Ome Produced by: Mushfiqur Rahman Manzu...