মানুষ মানবতা আজ কোথায়।আজ সামাজিক অবক্ষয় এমনভাবে হয়েছে যে তা থেকে গরীব অসহায় বাদাম বিক্রেতারাও রেখাই পায় না।ছেলেটা হাতিরঝিল বাদাম বিক্রি করে কোন সংসার চালায়।এদিন দুজন লোক বাদাম কিনে খাওয়ার পরে ছেলেটাকে বলে পাঁচশত টাকা ভাংতি আছে কিনা।ছেলেটা পকেট থেকে ভাংতি করার জন্য টাকা বের করলে ওই ব্যক্তিরা ওর টাকা নিয়ে পালিয়ে যায়।পরে চিৎকার আর কান্নাকাটিতে লোকজন এগিয়ে আসে।পরে স্থানীয় লোকজন উপস্থিত যারা ছিলো তাদের কাছ চাঁদাা তুলে ৫০০ টাকা ওর হাতে দেয়।আমরা মানুষ বলে নিজেদের দাবি করি ঠিকই কিন্তু মানুষ হতে পারি।
2 more Bangladeshis died in hajj
Two more Bangladeshis who were going to perform Hajj in Saudi Arabia have died.A man named Tapan Khandaker, 61, of...