আপনি কি জানেন অতীতের কথা আপনি কেন ভুলতে পারেন না, কেনইবা অতীত আপনার পিছন ছাড়ে না। এর মুল কারণ হল আপনার অন্তর অনেক পরিষ্কার। যাকে আপনি বিশ্বাস করেন তাকে আপনি নিজের থেকে বেশি ভালবাসেন, যাকে আপনি আপনার অন্তরে জায়গা দেন তার প্রতি আপনার স্নেহ ভালবাসা ছাড়া আর কিছুই থাকে না। হোক সে বন্ধু কিংবা প্রেমিকা বা পরিবার।
আমরা যারা সরল মনের অধিকারী তারা কখনোই অতীত ভুলতে পারি না। কারণ আমাদের অন্তর প্রতিটা সময়, প্রতিটাক্ষন শুধু তাদের আশায় থাকে যে তারা এক সময় হলেও তাদের ভুল বুঝে আমাদের কাছে ফিরে আসবে। কিংবা যখন আমরা কোন ক্ষতির সম্মুখীন হই তখন ভাবী এক না এক সময় সব ঠিক হয়ে যাবে।
যারা স্বার্থপর তারা খুব সহজে এসব ভুলে যেতে পারে কারণ তারা যা করে তাতে কোন মায়া মমতা থাকে না। অন্যের ক্ষতি করে তারা যা হাসিল করে তা হারালে আবার তারা আরেক জনের ক্ষতি করে তা হাসিল করে ফেলে। তাই তাদের কাছে অতীত কিছুই নয়।
যদি অতীত ভুলতে চান তাহলে আপনাকেও মায়া মমতাহীন হতে হবে তবে অতীত আপনার পিছন ছেড়ে দিবে। কখনো কারো সাথে দেখা হলে কারো জন্য যেমন আপনার মায়া মমতা হবে না ঠিক তেমনই তাদের প্রয়োজনও আপনার অনুভব হবে না। আপনি যখন কারো বা কোন কিছুর প্রয়োজন অনুভব করবেন তখনই অতীত আপনার সামনে চলে আসবে। মনে করিয়ে দিয়ে “আরে এটাই তো আমার সাথে হয়েছে, এইভাবেই তো আমি এক সময় চলতম।” কিন্তু যারা কঠিন হৃদয়ের অধিকারী তাদের বক্তব্য হলো“বালের সম্পর্ক নিয়ে চলার মত সময় আমার নেই।”
তাদের একটাই লক্ষ্যে শুধু অন্যকে মেরে নিজেকে বড় করা, ধন-দৌলত অর্জন করা। তাহলে এখন আপনিই বুঝে নিন অতীত কেন আপনার পিছন ছাড়ে না। যতক্ষন আপনি অন্যের পথ চেয়ে বসে থাকবেন ততক্ষন আপনি যাকে দেখবেন তার মাঝে শুধু আপনার প্রিয় জিনিস বা মানুষটির কথাই মনে পড়বে।
মানুষ অতীত না ভুলার একটাই কারণ, আর সেটি হল সে খুব সরল মনের অধিকারী। সে সব সময় চায় তার প্রিয় জিনিসটি তার কাছে ফিরে আসুক। তাই সে যেদিকে মুখ ঘুরে সেদিকে শুধু তার অতীতকেই দেখতে পায়। তবে এ অতীত ভুলারও কিন্তু পথ আছে। সেজন্য আপনাকে পরিবর্তন করার প্রয়োজন নেই।।
আপনাকে যেটি করতে হবে সেটি হল , প্রতিটি সময় মনে করতে হবে যে আপনার জন্য একটু কষ্ট অনুভব করেনি তার জন্য আপনি কেন কষ্ট অনুভব করছেন। অথবা যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনার পরিশ্রমের গতি আরো বাড়িয়ে দিন যাতে তাকে দেখাতে পারেন আপনার মুল্য কত। সে এমনে থেকে আপনার জীবন থেকে মুছে যাবে।
যখনই কোন বিষয় নিয়ে আপনার মন খারাপ হবে তখন আপনার মনকে বুঝাতে হবে তারা আপনার ভালবাসার বিশ্বাসের উপযুক্ত ছিল না। তারা কখনোই আপনার মনের মত হয়নি, মন থেকে ভালবাসেনি,তারা শুধু স্বার্থ দেখেছে। স্বার্থ শেষ আর আপনিও শেষ। আর আপনি কেন সেই স্বার্থবাদীর জন্য বিশ্বাস ঘাতকের জন্য কষ্ট করবেন।
আপনার মনকে বুঝাতে হবে, পুরো বিশ্বাস করাতে হবে যে আপনি সঠিক ছিলেন। আপনার বিশ্বাস আর ভালবাসায় কমতি ছিল না। তাই যারা চলে গেছে তাদের জন্য মন খারাপ করার কোন কারণই আর আপনার কাছে বাকি নেই। সে যদি আপনাকে বুঝত তবে তো সে আর বেঈমানী করত না।