আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমরা টেলিভিশনে কত সংবাদ দেখি। টেলিভিশন থেকে আমরা অনেক খবরা – খবর জানতে পারি। আমাদেরই অনেকেরই ইচ্ছা হয়, যদি আমিও একজন রিপোর্টার বা সাংবাদিক হতে পারতাম! এবার খুব সহজেই আপনি একজন রিপোর্টার হতে পারবেন। তবে তা টেলিভিশনের নয়, অনলাইন সাইটে চাইলে আপনিও রিপোর্টার হিসেবে লেখালেখি করতে পারবেন। আপনার নির্দিষ্ট কোনো ব্লগ সাইটে লেখালেখি করতে পারেন। অথবা এই গ্রাথর সাইটেও রিপোর্টার হিসেবে লেখালেখি করে আয় করতে পারেন।
টেলিভিশনের রিপোর্টার হতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। যেমন, সি.ভি., রিপোর্টার অভিজ্ঞতা, ভোটার আইডি কার্ড এবং আরো অনেক কিছুই প্রয়োজন হয়। কিন্তু অনলাইন সাইটের জন্য রিপোর্টার হতে গেলে সেরকম ঝামেলায় পরতে হয় না। শুধু রিপোর্টার অভিজ্ঞতা থাকলেই হয়। আমি নিজের থেকে কিছু সাধারণ ট্রিকস দিচ্ছি যার ফলে আপনি খুব সহজেই অনলাইন ওয়েবসাইটে রিপোর্টার হিসেবে কাজ করতে পারেন। আমার টিকস গুলো ফলো করলে আপনি অবশ্যই রিপোর্টার হতে পারবেন ইনশাআল্লাহ্।
* আশে পাশের তথ্য সংগ্রহ করা,
* কোথাও কোনো ঘটনা ঘটলে সাথে সাথে তা ডায়েরী করা এবং অনলাইনে প্রকাশ করা,
* সত্য কথা বলা এবং সর্বদা সত্য ঘটনা পেশ করা,
* সত্য ঘটনা জানার জন্য অন্যের সাক্ষাতকার নেয়ার চেষ্টা করা,
* সংবাদ অনলাইনে পেশ করতে হলে সত্য ঘটনা ও সত্য ছবিসহ পেশ করা।
উপরের ট্রিকস গুলো ফলো করলে আশা করা যায় আপনি একজন রিপোর্টার হতে পারবেন। আমাদের দেশের কতিপয় লোক সত্য ঘটনা পেশ না করে গুজব ছড়ায় বেশি। কখনো গুজবের পক্ষে যাবেন না। আমাদের বাংলাদেশ সরকার গুজবের বিরুদ্ধে খুবই কঠোর। যারা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে সরকার অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছেন। সত্য ঘটনা পেশ না করে মিথ্যা ঘটনা রটিয়ে কাউকে বিভ্রান্তের মধ্যে ফেলে দেয়া সমাজের চোখে খুবই মারাক্তক অপরাধ।
একজন রিপোর্টার বা সাংবাদিক হতে গেলে অদম্য সাহশ প্রয়োজন পরে। রিপোর্টারকে হতে হয় সাহশী, সত্যিকারের রিপোর্টারগণ ঝড় বৃষ্টি উপেক্ষা করে সত্য ঘটনা সংগ্রহে খুবই প্রস্তুত থাকেন। আপনিও যদি রিপোর্টার হতে চান তাহলে আপনাকেও কিছু বাঁধা পেরিয়ে সত্য ঘটনা সংগ্রহের জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার আশে পাশে কি হচ্ছে তার সব খেয়াল আপনাকে রাখতে হবে। বড় কোনো ঘটনা ঘটলে চেষ্টা করবেন সাথে সাথে তা ডায়েরীতে লিখতে। এবং সদ্য পাওয়া সংবাদ গুলো অনলাইনে পেশ করবেন।
সত্য ঘটনা জানার জন্য সর্বদা চেষ্টা করবেন অন্যের সাক্ষাত নেয়ার। এবং ব্যক্তি যা বলে ঠিক সেরকমই আপনার সাইটে পেশ করবেন। কখনো মিথ্যা ঘটনা রটাবেন না। এতে আপনি সমাজের চোখে মারাক্তক অপরাধী হিসেবে পরিগনিত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।