বিসমিল্লাহির রাহমানির রাহীমআ
সসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
প্রিয় কবিতাপ্রেমী ভাই-বোন ও বন্ধুগণ, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের আগে আমার গত দুটি পর্বে মোট চারটি কবিতা গ্রাথোরে প্রকাশিত হয়েছে। এর ধারাবাহিকতায় গ্রাথোর সাইটের কবিতা বিভাগে নিয়মিত কবিতা লিখছি এবং লিখে যাব। অপ্রকাশিত নন্দিত কবিতা সিরিজের আজ তৃতীয় পর্ব।
বঙ্গ কন্যা
হে বঙ্গ কন্যা! তুমি অনন্যা
তিমির হননের নেত্রী
কালো মেঘে ঢাকা আকাশ ফুঁড়ে
আলোক পথের যাত্রী।
তুমি অসি সম দেশ দ্রোহিতার
তুমি ক্ষুরধার ত্রাস প্রতিকার
হানো পদাঘাত, নাশ প্রতিঘাত
দুর্গম পথ যাত্রী।
তুমি দাবানল পুড়ে করো ছার
তন্ত্র নামী সব অনাচার
রুখো অপরাধ, বেধেঁ শত বাধ
হিমালয় অভিযাত্রী।
তুমি কান্ডারী দিক হারা পথে
বহ্নি হাতে রাতি পোহাতে
উষার দিগন্ত পানে, ছুটে চলো নবায়নে
অবিরাম দিবা রাত্রী।
তুমি দৃঢ়পদ ঝড় ঝঞ্ঝায়
তুমি অটমাল দুঃখ খরায়
শোকের মাতম বুকে, লয়ে ছুটো হাসি মুখে
সঁপে প্রাণ পদ মাতৃ।
তুমি রুপকার চাবি প্রগতির
জননী মায়ের বুকে মাহাথির
সাজো বীরাঙ্গনা, আঁকো আলপনা
বিতাড়ক কাল রাত্রী।
তুমি ঝান্ডা পতপতে ওড়া
তুমি মহিয়সী মমতার চূড়া
মঙ্গল কাব্য হাতে, গাও গান সুপ্রভাতে
নন্দিত জন নেত্রী।
***************
অঞ্জলি পূর্ণ করো
ওগো বাণীকার! বাণী দাও মোরে
অঞ্জলি পূর্ণ করে দাও সুরে সুরে।
অভাগার ভাগ ধন
নাই হোক অফুরান
পলে পলে দলে দলে
আসুক ফিরে ফিরে।
অঞ্জলি পূর্ণ করে দাও সুরে সুরে।
উষ্ক শুষ্ক প্রাণে
বারী ঢালো তানে তানে
মর্মর বেজে উঠুক
তব গানে গানে
পিয়ালী কন্ঠ সুধা
বাজুক ধীরে ধীরে।
অঞ্জলি পূর্ণ করে দাও সুরে সুরে।
বিক্ষত কাঁটার ফাঁকে
ফুল ফুটুক ঝাঁকে ঝাঁকে
মরা নদী ভরে যাক
ঢেউয়ের বাঁকে বাঁকে
নবালোকে জাগরণ
আসুক চিরে চিরে
অঞ্জলি পূর্ণ করে দাও সুরে সুরে।
আশা করি, কবিতাগুলো পড়ে ভালো লাগছে এবং লাগবে। আপনাদের যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অনুপ্রেরণামূলক কমেন্ট করে আমাকে আরও বেশি বেশি কবিতা লিখতে অনুপ্রানিত করবেন।