Cheap price backlink from grathor: info@grathor.com

অবহেলিত ভালোবাসা নিয়ে স্ট্যাটাস | অবহেলিত ভালোবাসার কিছু কথা , ক্যাপশন

🎉 Get ৳10000 Bonus!

চাওয়া মাত্রই আমরা কাউকে ভালোবাসতে পারিনা। ভালোবাসা বিষয়টা হুট করে হয়ে যায়। কিন্তু একবার কারো মনে ভালোবাসার অনুভূতি জন্মালে সেটা সহজে মুছে যাওয়ার মত নয়। অবহেলিত ভালোবাসা নিয়ে স্ট্যাটাস , অবহেলিত ভালোবাসার কিছু কথা , ক্যাপশন – তবে সব ভালোবাসা কি দিনশেষে সফল বা স্বার্থক হয়? উত্তরটা হচ্ছে না। দিনশেষে কিছু ভালোবাসা অবহেলিত থেকে যায়। ভালোবাসাগুলো এক পক্ষ থেকে সত্যিকারের হলেও দ্বিতীয় পক্ষ এই ভালোবাসার অনুভূতিকে অবহেলা করে।

পৃথিবীতে অবহেলিত প্রেমিকের সংখ্যাটা নেহাত কম নয়। মানুষের ভিড়ে হাসির আড়ালে থাকা এমন অনেক মানুষ আছে যারা একসময় বা এখনও পর্যন্ত কাউকে অনেক ভালোবাসে। কিন্তু তারা তাদের ভালোবাসার সেই মর্যাদাটা পায়নি। দিনশেষে তারা অবহেলিত প্রেমিক।

আপনার ক্ষেত্রেও এমন হয়ে থাকলে বলবো, ভেঙে পড়ার কিছুই নেই। জীবন এতটাও সস্তা নয় যে একটা ভালোবাসা স্বার্থক না হলে জীবন অবহেলিত হবে। আজকে আপনাদের জন্য থাকছে অবহেলিত ভালোবাসার নিয়ে কয়েকটি স্ট্যাটাস। চলুন তবে কয়েকটি স্ট্যাটাস শুনে নেওয়া যাক।

অবহেলিত ভালোবাসা নিয়ে স্ট্যাটাস | অবহেলিত ভালোবাসার কিছু কথা , ক্যাপশন

১. ভালোবাসা প্রকাশ করার পর যে তোমার ভালোবাসাকে অবহেলা করবে, অন্তত তার সামনে কখনো নিজেকে আর ছোট করো না, বরং তার সামনে বুক ফুলিয়ে চলতে শেখো।

২. তার ভালোবাসার অবহেলা কখনো করোনা, যে তোমাকে মন থেকে অনেক ভালোবাসে। কারন বর্তমান যুগে এমন ভালোবাসা পাওয়া বড় ভাগ্যের ব্যাপার।

৩. তোমার ভালোবাসা সত্যি হওয়ার পরও যে তোমাকে নিয়ে ঠাট্টা, তামাশা করে তোমাকে অবহেলা করে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো।

৪. যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে, অন্তত সে তোমাকে কখনো এড়িয়ে যাবে না, তোমাকে কখনই অবহেলা করবে না।

৫. আমাদের শহরে ভালোবাসায় অবহেলিত হয়ে অনেকে পড়ে আছে, তাই বলে এটা নয় তাদের জীবন ও অবহেলিত। তারা অবহেলিত শুধু ভালোবাসায়, জীবনে তারা অনেক দিকে এগিয়ে।

৬. যে তোমাকে অবহেলা করে, তাকে বার বার গুরুত্ব দিয়ে নিজেকে ছোট করো না। বরং নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাও যাতে সে নিজ থেকেই তোমার কাছে ফিরে আসে।

৭. নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যাও, যেখানে তোমাকে কেউ অবহেলা করার সাহস দেখাতে পারবে না।

৮. সকল অবহেলাকে এড়িয়ে গিয়ে নিজের মূল গন্তব্যে পৌঁছতে পারলেই তুমি জীবনে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। যেটা কঠিন হলেও এর ফল অনেক মিষ্টি।

৯. কারো কাছে অবহেলিত হয়ে নিজের জীবনকে বৃথা ভেবো না, জীবনকে অবহেলিত হওয়া পাপ নয়, অবহেলিত ভাবাটা পাপ। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যাতে কেউ তোমাকে অবহেলা করতে না পারে।

১০. সত্যিকারের ভালোবাসা অবহেলা নামক শব্দটা থাকবে না, যদি এমনটা হয় তবে বুঝতে সেই ভালোবাসায় কোনো সত্যিকারের অনুভূতি নেই।

বন্ধুরা এই ছিল আপনাদের জন্য অবহেলিত ভালোবাসা নিয়ে স্ট্যাটাস বা অবহেলিত ভালোবাসার কিছু কথা। আশা করছি ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তবে শেয়ার করে দিতে পারেন বন্ধুদের সাথে। আর্টিকেলটা শেষ করছি।

Related Posts

12 Comments

Leave a Reply