অ্যাপ থেকে আয় করুন প্রতি মাসে ৫০ হাজার টাকা, অ্যাপ থেকে ইনকাম করুন দিনে ১০০ ডলার আরো নানান এইরকম কীওয়ার্ড এর সম্মুখীন নিশ্চই আপনিও কোনো না কোনো সময় হয়েছেন কিংবা হবেন। ইউটিউবে আপনি হাজারটা ভিডিও পেয়ে যাবেন যেখানে টাইটেল দেওয়া রয়েছে অ্যাপ থেকে দিনে ৫০০ টাকা আয় করুন, মোবাইল দিয়ে অ্যাপ থেকে উপার্জন করুন মাসে ৫০০ ডলার আরো ইত্যাদি বিষয়ে। এখন ইন্টারনেটে যারা নতুন ব্যবহারকারী তারা এগুলো বিশ্বাস করে টাকার লাভ চলে যান সেই অ্যাপ ডাউনলোড করে ইনকাম উদ্দেশ্যে। এইভাবে ইন্টারনেটে অসংখ্য মানুষ প্রতিনিয়ত বোকামির পরিচয় দিচ্ছে। তবে অনেকে না জেনে বুঝে এই ধরনের ফাঁদে পা দিয়ে থাকেন। তবে আজকের আর্টিকেল দ্বারা আমি অ্যাপ ইনকাম এর বিষয়টা আপনাদের ক্লিয়ার করবো।
অ্যাপ দ্বারা সত্যিই আয় করা সম্ভব?
সত্যি বলতে এখন ইন্টারনেটে আপনি অসংখ্য অ্যাপ হয়তো পাবেন যেগুলো আজ পেমেন্ট করছে কাল হয়তো করবে, তবে দুইদিন পরে পেমেন্ট করবে তার নেই কোনো গ্যারান্টি। আসলে এই বিষয়ে তাদের আপনি দোষ দিতে পারবেন না। তারাও মূলত আপনার মত সীমিত সময়ের মধ্যে কিছু অর্থ আয় করার জন্য এই ধরনের পদ্ধতি বেছে নিয়ে থাকে। বিষয়টা আপনাদের একটি ক্লিয়ার করে বুঝানো যাক।
ধরুন ইন্টারনেটে অনেক অ্যাপ ডেভলপার আছে যারা আপনাকে টাকার বিনিময়ে অ্যাপ বানিয়ে দিয়ে থাকে। এখন আপনার মত আরেকজন ব্যক্তিও কিছু টাকা উপার্জনের স্বার্থে সেই অ্যাপ ডেভলপার দের কাছে থেকে একটি অ্যাপ বানিয়ে নিয়ে কিছু অর্থ ব্যয় করে। তাহলে অ্যাপ বানিয়ে বা কিনে ঐ ব্যক্তির কি লাভ? ঐ ব্যক্তির লাভ আসে আপনাদের মত মানুষদের দ্বারা। অর্থাৎ তারা একটি অ্যাপ পাবলিশ করে, যেখানে তারা আপনার মত অনেক মানুষকে মার্কেটিং দ্বারা তাদের অ্যাপে কাজ করতে অফার করেন।
এক্ষেত্রে দ্রুত আয়ের জন্য তারা তাদের অ্যাপটি ইনকাম রিলেটেড তৈরি করে। যেখানে আপনার মত লোকেদের তারা কিছু স্পিন, গেম ইত্যাদি করার বিনিময়ে খুবই সীমিত কিছু টাকা দিয়ে থাকে। এখন একবার মনে প্রশ্ন আসতে এতে তাদের কি লাভ? তাদের লাভটা আসে একবারে। অর্থাৎ তারা যেকোনো এড নেটওয়ার্ক দ্বারা একটি অ্যাকাউন্ট বানিয়ে নেই। যেখানে আপনার মত লোকের দ্বারা এড ক্লিক করতে তারা আয় করে। এক্ষেত্রে তারা ১০০ ডলার হলেই পেমেন্ট নেওয়ার পর অনেক সময় সেই অ্যাপে আর কাওকে কাজ করার বিপরীতে টাকা দেয় না।
সুতরাং আপনিও যদি এই অ্যাপ থেকে আয় করার পাল্লায় পড়ে নিজের মূল্যবান সময় ব্যয় করে থাকছেন তাহলে এগুলো দিন আজ থেকে। কেননা অ্যাপ দ্বারা কখনোই আপনি ভালো অংকের ইনকাম করতে পারবেন না। একটি অ্যাপ হয়তো আপনাকে আজ পেমেন্ট করছে কিন্তু কাল যে অ্যাপটি পেমেন্ট করবে এমন গ্যারান্টি নেই, তাদের ইনকাম যতদিন তারা আপনার মত লোকেদের পে করবে ততদিন। তবে অনলাইন থেকে অর্থ আয় করতে হলে আপনি ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, লেখালেখির কাজ করতে পারেন। এগুলোর দ্বারা আপনি আপনার জন্য ভালো ক্যারিয়ার দার করতে পারবেন।
তারপরেও যারা কম সময়ে তেমন কোনো কাজ ছাড়া অনলাইন থেকে আয় করতে চান তাদের জন্য Grathor সাইটটি অনেক উপকারী হবে। এখানে আপনি আপনার ইচ্ছেমত লেখালেখি করে অর্থ আয় করতে পারবেন, তারা বিশ্বস্ততার সহিত অনেক আগে থেকে পেমেন্ট দিয়ে আসছে।
শেষে, আপনাদের বলবো দয়া করে অ্যাপ আর্নিং এর পাল্লায় পড়ে আপনার মূল্যবান সময় ব্যয় করবেন না। বরং এমন কিছু করুন যেখানে আপনি নিজে কোনো অ্যাপ এর মালিক হতে পারবেন। আল্লাহ হাফেজ