আইটি জগত……
পৃথিবী সৃষ্টির পর থেকে কতই যুগ না আসল ।আর আস্তে আস্তে তৈরী হতে লাগলো বিভিন্ন প্রক্রিয়া ।আর বর্তমান যুগ হলো আধুনিক্ যুগ , মানুষ আবিষ্কার নিয়ে ব্যস্ত ।তথ্য যোগাযোগ প্রযুক্তি যার ফলে আমরা দৈনিদিন চাহিদা পূরণ করতে পারতেছি ।
বিশ্বগ্রাম, পৃথিবীর দেশ গুলো গ্রামের মত হয়ে গেছে । কারন আমরা অতি অল্প সময়ে কোথাইয় কী ঘটছে দ্রুত জানতে পারি ।
বিশ্ব ধারণা দেন ঃ কানাডার টরেন্টো বিশ্ববিদ্যলয় ইংরেজি বিভাগের অধ্যাপক ও দার্শনিক , যোগাযোগ তত্ত্ববিদ হারবার্ট মার্শাল ম্যাকলুহান , ১৯৬২ সালে দি গোটেনবেরগ গ্যালাক্সি ও ১৯৬৪ সালে উন্দেরস্টান্দিং মিডিয়া নামক দুটি বই সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন । এই জন্ন্য তাকে বিশ্বগ্রাম-এর জনক বলা হয় ।
বিশ্বগ্রামের উপাদান ধারা আমরা ভিডিও কনফারেন্সিং করতে পারছি , শিক্ষা , গবেষণা , চিকিৎসা, অফিস , ইত্যাদি নানার ধরনের সুযোগ পাচ্ছি ।
ভার্চুয়াল রিয়েলিটি ,১৯৬১ সালে প্রথম মর্টন এল হেলিগ তার সেন্সোরামা স্টিমুলেটর নামক যন্ত্রের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটি আত্নপ্রকাশ করান ।
প্রকৃতি অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বফ অনুভবে বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে ।
ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরীর জন্ন্য কী কী পরিধান করতে হবে ?
ব্যবহারকারীর মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে , হাতে একটি ডেটা গ্লোড বা একটি পুর্ণাংগ বডি স্যুইট , চোখে চশমা পরতে হবে, হেডসেটটি চোখ ও কান কে ঢেকে রাখে এবং এটি দ্বারা কোনো দৃশ্য দেখা ও শোনা যায় । হাতের সাথে সংযুক্ত গ্লোভস দ্বারা প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয় এবং এটি প্রয়োজনীয় দৃশ্যের অবতারণা অথবা কোনো নিদিষ্টি কাজের নির্দেশনার কাজ করে।
রোবোটিক্স ঃ রোবটিক্স হলো রোবট টেকনোলজিভ একটির শাখা সেখানে রোবটের গঠন , কাজ বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয় ।