আইয়ুব বাচ্চু। বাংলাদেশের ব্যান্ডসংগীতের জগতে এক অবিস্মরণীয় নাম। বাংলাদেশের ব্যান্ড সংগীতকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এদেশে ব্যান্ড সঙ্গীতকে তরুণ প্রজন্ম থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তার গিটারের জাদু দিয়ে দেশবিদেশের লক্ষ কোটি সংগীত পিপাশুর হৃদয় তিনি জয় করে নিয়েছেন। তিনি ছিলেন একাধারে একজন সংগীত শিল্পী, একজন গিটার বাদক, সংগীত কম্পোজার, সুরকার ও গীতিকার। অসংখ্য জনপ্রিয় গান রয়েছে এ শিল্পীর ঝুলিতে। আমি কষ্ট পেতে ভালোবাসি, এই রুপালি গিটার ছেড়ে, এখন অনেক রাত, এই তারা ভরা রাতে, এক আকাশের তারা তুই, আমি বারোমাস তোমায় ভালোবাসিসহ অসংখ্য জনপ্রিয় গান তরুণ প্রজন্মের মনের খোরাক যোগাবে যুগের পর যুগ। এ ছাড়া প্লেবেকও করেছেন এ খ্যাতিমান কণ্ঠশিল্পী। তার গাওয়া ‘ও আম্মাজান; স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি; অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ইত্যাদি গানগুলো সংগীত পিপাসুদের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। স্টেজ প্রোগ্রামে তার গান আর গিটারে জাদুতে বুদ হয়ে থাকতো তরুণ তরুণীরা। এ বছরই কিংবদন্তীতুল্য এই কণ্ঠশিল্পী তার রুপালি গিটার ফেলে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তার চলে যাওয়ায় দেশ হারিয়েছে সংগীত আকাশের এক উজ্জ্বল নক্ষত্রকে। কিংবদন্তী এই কণ্ঠশিল্পকে সেই ফেলে যাওয়া রুপালি গিটারকে এবার স্থাপন করা হলো তার পিতৃভূমি চট্টগ্রামে। চট্টগ্রামের প্রবর্তক মোড়ে স্থাপন করা হলো রুপালি গিটারের অনবদ্য এক স্থাপত্য। যে আলো বাতাসে আইয়ুব বাচ্চু বড় হয়েছেন, যেখানে কেটেছে তার দূরন্ত শৈশব সেখানেই তার রেখে যাওয়া রুপালি গিটার তার স্মৃতিস্মারক হয়ে শোভা পাবে। তার স্মতিকে ধারণ করে, তার ভালোবাসা আঁকড়ে ধরে বেড়ে উঠছে যে তরুণ প্রজন্ম তারা এ স্মৃতিস্মারক দেখে উদ্দীপ্ত হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় এ মহান শিল্পীর রুপালি গিটার স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ জ ম নাছির উদ্দিন উপস্থিত থেকে এই রুপালি গিটারের চমৎকার ভাস্কর্যটি স্থাপন করেন। রুপালি গিটারকে ঘিরে আছে একটি দৃষ্টিনন্দন ফোয়ারা। সেই সাথে আছে আইয়ুব বাচ্চুর জীবনী। সেখানে শিল্পীর কর্মময় জীবন সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়েছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার ব্যাপারে জানতে পারে। এই উদ্যোগের ব্যাপারে জানতে চাইলে চসিক মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাসেম বলেন ‘আইয়ুব বাচ্চুর জন্মস্থান চট্টগ্রাম। জন্মস্থানে কিংবদন্তী এ শিল্পীকে স্মরণ করে রাখতে নগরের প্রবর্তক মোড়ে রুপালি গিটারের আদলে একটি প্রতিকৃতি বসানো হয়েছে। এ গিটারের মাধ্যমে আগামি প্রজন্ম আইয়ুব বাচ্চুকে মনে রাখবে, বেঁচে থাকবে তার গান।’ এ ব্যাপারে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু বলেন‘ একজন সঙ্গীত শিল্পী হিসেবে আইয়ুব বাচ্চুর খ্যাতি ছিল ঈর্ষণীয়। গিটারের তারে জাদুকরি সুরের মুর্ছনা তোলার মতো শিল্পী হিসেবে তিনি ছিলেন অনন্য।’ এদিকে রুপালি গিটারের এই প্রতিকৃতি স্থাপনকে অভিনন্দন জানিয়েছে চট্টগ্রামের তরুণ সমাজ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ।
‘RRR’ to be released on most screens in the history of Indian cinema
The much-awaited movie ‘RRR’ directed by the dreamy director of Telugu cinema S. S. Rajamouli is going to be released...