Cheap price backlink from grathor: info@grathor.com

আউটসোর্সিং এ কাজ পাওয়ার সহজ টিপস!

হ্যা বন্ধুরা আজকে বলবো কিভাবে তোমরা আউটসোর্সিংয়ের কাজ পেতে পারো।বর্তমানে অনেকেই আউটসোর্সিং এর কাজ করছে আবার অনেক নতুন করে শুরু করতে চাচ্ছে।আসলে চাইলেই তো হবে না এখানে কিছু টিপস ব্যবহার করতে হবে।যেটা আউটসোর্সিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ন।অনেকেই আছে ৪-৫ কাজের আবেদন করলেই কাজ পেয়ে যান।কিন্তু অনেকে আবার ১০০ আবেদন করেও একটা কাজ পায় না।এর জন্য কি করতে হবে যে সকল বায়ারদের পেমেন্ট মেথড ভেরিফাইড না সেসব বায়ারের জবে আবেদন করা যাবে না।কারন কোনো বায়ারকে ফ্রিল্যান্সার হায়ার করতে হলে তার পেমেন্ট মেথড ভেরিফাইড থাকতে হয়।এরপরে হলো কোনো একটা জব পোস্ট করার পর যত তাড়াতাড়ি সম্ভব আবদেন সাবমিট করবেন ততই ভালো হবে।আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যত বেশি সময় অনলাইন মার্কেটপ্লেসে থাকবেন ততই আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।বিশেষ করে রাত ১ঃ০০ থেকে।যেমন কিছু কিছু কাজ আছে পোস্ট করার ১-২ ঘন্টার মধ্যেই বায়ারকে জমা দিতে হয়।কাজেই শুরুতেই অনলাইনে থাকার চেষ্টা করুন।যাতে বায়ার প্রশ্ন করলে সাথে সাথে এর উত্তর দিতে পারেন।মার্কটপ্লেসগুলোতে দেখবেন প্রতি মিনিটে নতুন নতুন জব পোস্ট করা হচ্ছে,সেগুলোতে আবেদন করুন।যেসব জবে কোনো কনট্রাক্টরের সাক্ষৎকার নেয়া হয়েছে সেসবে আবেদন না করাই ভালো।কারন বায়ার যদি এদের মধ্যে পছন্দের কনট্রাক্টরের প্রোফাইল চেক করে দেখবে না।যেসব জবে শর্ত দেয়া আছে সেগুলো যদি আপনি পূরন করতে না পারেন তাহলে সেগুলোয় আবেদন না করাই ভালো।যারা ওডেস্কে দুই-তিনটা কাজ করেছেন,এখন তারা বেশি মূল্য হারে আবেদন করতে চান, তারা যে জবটিতে আবেদন করতে চান,তারা যে জবটিতে আবেদন করবেন সে জবের নিচে দেখুন বায়ারের আগের জবগুলোর তালিকা দেয়া আছে।সেখানে যদি দেখেন বায়ার তার আগের জবগুলোতে বেশি ডলার দিয়ে অন্য কনট্রাক্টরকে কাজ করিয়েছেন,তাহলে আবেদন করতে পারেন।আর যেসব বায়ার আগের জবগুলোতে বেশি ডলারে কাজ করায়নি,তাদের জবে বেশি রেটে আবেদন না করাই ভালো।

Related Posts

4 Comments

Leave a Reply