Cheap price backlink from grathor: info@grathor.com

আকাশ কবিতা অসমীয়া, আকাশ আর আমার নীল বন্দনা

আকাশ কবিতা অসমীয়া – আকাশের রঙ, আর মানুষের মন খুব প্রচলিত একটি কথা। কথাটা সত্যি বাস্তব। মানুষের মনও তো ক্ষণে ক্ষণে বদলায়। এই ভালো তো এই খারাপ। সে কথায় আমরা না যাই।

আচ্ছা ভাবুন তো আকাশে কতো নাম- আসমান, গগণ, নীলাম্বর, অম্বর। নাম গুলো সুন্দর না?  আমাদের মনের সাথে আকাশের একটা যোগসূত্র আছে। বিশ্বাস হচ্ছে না? এই যে প্রকৃতি নদী-নালা, আকাশ-বাতাস, গাছ-পালা ঈশ্বরের সৃষ্টি যা কিছু সবকিছুর সাথে আমাদের মনের নীরব যোগাযোগ আছে।

ধরুণ হঠাৎ আকাশে মেঘ গর্জন করলো আপনার মনের অবস্থা তখন কেমন হবে? অবশ্যই ভয় করবে। আচ্ছা যদি বৃষ্টি হয় তখন? হয়তো আপনার মন খারাপ লাগবে, নয়তো আনন্দ। এই জন্যই প্রকৃতির সাথে আমাদের যোগসূত্র আছে। তা উপেক্ষা করা যায় না।

আচ্ছা এখন আসি আসল কথায় আকাশ নিয়ে। আকাশ ক্ষণে ক্ষণে রঙ পালটায়, শরতের আকাশে সেই রূপ আরো বেশি স্পষ্ট হয়। আমি তো ক্ষুদে কবি হয়ে যাই তখন। কতো কবিতা লিখে ফেলি মনে মনে। কতো কথা অব্যক্ত মনে গেঁথে রাখি। সেই অনুভূতি গুলো বলবো আপনাদের আজকে। 

আকাশ কবিতা অসমীয়া

* হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেলে-

“কালো মেঘ ঢাকা আকাশ,
এ কোন আভাস
এ মনে কথা গুলো করচ্ছি প্রকাশ
জীবনের পাওয়া, না পাওয়ার হিসাব-নিকাশ। ”

*গোধূলি বেলায় রক্তিম আকাশ-
“সূর্য অস্ত যায় বধূবেশে,
ধূসর মেঘের পথে, রক্তিম আলোর সজ্জা। ”

*যদি আকাশে রঙ নীল হয় –
“বেদনার চিঠি পাঠাই নীল আকাশে,
সেই চিঠি পড়ে উত্তর দিও কোনো অবকাশে।”

*রাতের আকাশ-

“আকাশ জুড়ে কতো নক্ষত্ররাজি,
তবুও
আমি যেতে চাই সেই ছায়াপথ ধরে
নিকষ কালো আঁধারে।

*ভোরের স্বচ্ছ আকাশে মনে যদি হয়-

” সূর্য আলোয় উদিত হয়েছে নতুন সকাল,
সুন্দর হোক জীবনের সমস্ত বিকাল।

কি দারুণ না!

আপনিও চাইলে মনের মাধুরী মিশিয়ে নিজের ভাবাবেগ ব্যক্ত করতে পারেন। সকাল -বিকেল-দুপুর আকাশের সাথে ভাব করতে পারেন৷ প্রকৃতির খুব কাছাকাছি চলে যেতে পারবেন। নদীপাড় বা খোলা মাঠে মুক্ত আকাশকে উপভোগ করতে পারবেন। বাড়ি ছাদে বসেও দেখতে পারবেন আকাশের রূপ। মন খুলে নিজের সুখ -দুঃখের কথা বলতে পারবেন। মনের বিশালতায় একবার ছুঁয়ে দেখুন নীল আকাশ।
নিজেকে নীল আকাশের স্বাধীন পাখি মনে হবে। ইচ্ছে হবে খোলা আকাশে ডালা মেলে উড়তে।

কি অপরূপ!
সব ক্লান্তি মুছে যাবে।
নিজেকে একা মনে হবে না।

তাহলে কেনো নিজেকে একা ভাববেন?
আপনি যেখানেই যাবেন মাথার উপর একটা আকাশ আছে। যে সারাক্ষণ আপনার সাথে আছে৷
যেখানেই যাবেন আপনার সাথে যাবে।
আপনি চাইলে মন খুলে নিজের সব কথা বলতে পারবেন।

আপনি নিজে থেকে সেটা প্রমান করে দেখুন।
আমার এই আকাশ বন্দনা আপনাদের জন্য উপস্থাপন করলাম।

আজ এই পর্যন্তই। পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।

Related topic:

আকাশ নিয়ে কবিতা,
মেঘলা আকাশ কবিতা,
আকাশ ও প্রকৃতি নিয়ে কবিতা,
আকাশ নীলা কবিতা,
এখানে আকাশ নীল কবিতা,
আকাশ ঘিরে মেঘ করেছে কবিতা,
আকাশের চাঁদ কবিতা,
আকাশ নিয়ে কবিতা রুদ্র,
আকাশ আমায় শিক্ষা দিল কবিতা,
আকাশের জন্য কবিতা,
আকাশ লীনা কবিতা,
ঐ আকাশ পানে তাকিয়ে দেখ,
এখানে আকাশ নীল কবিতা জীবনানন্দ দাশ,
আকাশ নীল কবিতা,
আকাশ লিনা কবিতা ।

Related Posts

5 Comments

Leave a Reply