আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন।কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন সেই কামনাই করি।
মানুষের জীবনে সবসময় উত্থান পতন লেগে। রাতের পর যেমন সকাল আসে, বৃষ্টির পর যেমন রোদ আসে ঠিক তেমনি দুঃখের পর সুখ আসবেই। কিন্তু তাই বলে সব সময় মন খারাপ করে রাখলে চলবে না। জীবনে সমস্যা যেমন আছেন ঠিক সেই সাথে সমাধানও কিন্তু আছেন।সমস্যার কথা,দুঃখের কথা চিন্তা করে যদি মন খারাপ করে বসে থাকেন তাহলে কিন্তু চলবে না। সবসময় হাশি খুশি থাকুন। কাল কি হবে তাই নিয়ে আজকের দিন খারাপ করবেন না।
আনন্দ কথাটি এক এক জনের জীবনে এক এক রকম অর্থ রয়েছে। কেউ সুখে থাকলে আনন্দ প্রকাশ করে আবার কেউবা কোন না পাওয়া জিনিস পেয়ে গেলে আনন্দ প্রকাশ করে, অনেক তার প্রিয় মানুষেকে কাছে পেলে আনন্দ প্রকাশ করে থাকে। তাই আনন্দ শব্দটি এক এক অর্থে ব্যবহৃত হয় আমাদের জীবনে। কেউ যেমম সবসময় সুখে থাকে আবার তেমনি কেউ সবসময় দুঃখেও থাকে না। এইসব হলো সব সুখ দুঃখের খেলা।কিন্তু অনেক সময় আমাদের দুঃখ জরাজীর্ণ করলেও সুখে থাকতে ভুলে যাই। কখনো কোন কিছু জীবনে চিরস্থায়ি না কিন্তু তাই বলে সবসময় কষ্টে জীবন কাটাবো তা কিন্তু নয়।
তাই জীবনে সবসময় আনন্দ রাখা খুবই গুরুত্বপূর্ণ। আনন্দে থাকলে আমাদের অনেক উপকার হয়ে থাকেঃ
১.সবসময় আনন্দ রাখলে জীবনকে শরীর এবং মন প্রফুল্ল থাকে।
২.দীর্ঘদিন বেচে থাকতে হলে আনন্দ থাকার বিকল্প নেই।
৩.যে সকল মানুষ সবসময় আনন্দে থাকেন তাদের হার্টের রোগ অন্যান্যদের তুলনায় কম হয়।
৪.সবসময় আনন্দ থাকলে ক্যান্সার এর মত রোগ এর হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
৫.আনন্দে থাকলে শরীরে কাজের প্রতি মানুষিক চাপ দূর হয় এবং সেই সাথে নব উদ্যোমে কাজ করার ইচ্ছা প্রকাশ পায়।
৬.যার জীবনে যত বেশি আনন্দে এবং হাশি খুশি থাকবে তার দেহের ব্যাথা তত কম হবে।
৭.সব সময় নিজের জীবনকে গুরুত্ব দিন। নিজে ভালো থাকার উপর গুরুত্ব দিন।
আপনি কি নিয়ে বেশি আনন্দ থাকুন তা নিয়ে গুরুত্ব দিন।কেউ আপনার জীবনে আপনার সুকের পয়গাম নিয়ে আসবে না। নিজের আনন্দের ব্যবস্থা করতে হবে।তাই সব সময় নিজের আনন্দে থাকার উপর গুরুত্ব।
সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন
Related Keyword: আনন্দ অশ্রু, আনন্দ নিয়ে উক্তি, আনন্দ অর্থ, আনন্দ অশু, আনন্দ আলো, আ কি আনন্দ আকাশে বাতাসে, এমন হাসি আর আনন্দ, ঈদের আনন্দ, ঈদের আনন্দ ভাগাভাগি, ঈদের আনন্দ কবিতা, ঈদ আনন্দ নিয়ে কিছু কথা, ঈদের আনন্দ নিয়ে উক্তি, ঈদের আনন্দ কাদের জন্য, আনন্দ উল্লাস, আনন্দ উৎসব, ইউটিউব এ আনন্দ, তোমার আনন্দ ওই এল দ্বারে