আসসালামুয়ালাইকুম বন্ধুরা, আশা করি আপ্ননারা সবাই ভালো আছেন।
আমরা সবাই আধুনিক জগতে সবাই বসবাস করি। আমরা সবাই ইন্টারনেট ব্যবহার । কেউ মোবাইলে আবার কেউ কম্পিউটারে। আবার কেউ সিমে আবার কেউ ওয়াইফাই দিয়ে।
বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে ওয়াইফাই এর বিস্তারিত জানাবো।
তো আর কথা না বলে আজকের পোষ্টটা শুরু করা যাক।
প্রথমে আমাদের জানতে হবে ওয়াইফাই কি?
ওয়াইফাই হচ্ছে কোন ইলেক্ট্রনিক ডিভাইস মাধ্যম উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবহারসহ কম্পিউটারের লোকাল এরিয়া নেটওয়ার্ক।
ওয়াইফাই এর পুরো নাম হচ্ছে :Wireless Fidility.
wifi এর মাধ্যমে আপ্নারা খুব সহজে ইন্টারনেট চালাতে প্যারবেন।
আমরা যখন সিম দিয়ে ইন্টারনেট চালাই তখন আমরা সব সার্ভিস পায়না। কিন্তু আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে আপনি সব ধরনের সার্ভিস পাবেন। যেমন: বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ব্লগ সাইট ছাড়াও আরও অনেক ধরনের সাইটে ঢুকতে পারবেন। অন্যথায় আপনি পারবেন না। এছাড়াও আপনি আপনার বড় কোন অফিসে
ওয়াইফাই নিয়ে আপনার কর্মচারীদের ইন্টারনেটের মাধ্যমে কাজ করাতে পারবেন। প্রায় প্রত্যক
ওয়াইফাইতে রেঞ্জ থাকে ১০ এম্বি থেকে ৩০০ এম্বি। আর এর বিস্তার ৫ কিলোমিটার থেকে ১০ কিলোমিটার হয়ে থাকে। ওয়াইফাই দিয়ে খুব সহজে অনলাইনের কাজ করা যায় এবং ইউটিউবের ভিডিও দেখা যায়।
বর্তমান আমাদের দেশে খুব কম মানুষে ওয়াইফাই নেয়। কারণ ওয়াইফাই নিতে প্রতি মাসে অনেক টাকা খরচ করতে হয় এবং বিদ্যুৎ বিলের পরিমাণ অনেক টাকা বেশি।
যারা কোন অফিসে কাজ করে তাদের জন্য ওয়াইফাই খুবই জরুরি কারণ অদিসে অনেক ইন্টারনেট এর
প্রয়োজন হয়। সেজন্য ওয়াইফাই ব্যবহার করতে হয়।
এই ছিল আপনার ওয়াইফাই বিষয়ে কিছু ধারণা।
আমি মনে করি পোষ্টটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধদের সাথে
শেয়ার করতে পারবেন।
ধন্যবাদ সবাইকে।