আশা করি সবাই ভালো আছেন।আমাদের মধ্যে অনেক মানুষ আছি যারা আমাদের জীবন নিয়ে সন্তুষ্ট না।আমরা বলি আমাদের বাবা-মা আমাদেরকে এটা দেয় নি ঐটা দেয় না।সবার মধ্যেই একটা লোভ কাজ করে।আমরা যদি কোনো কিছু পাই তাহলে তার থেকে পরিবর্তিতে তার থেকে আরো বেশি কিছু পেতে চাই।
আমরা বলি আমার ঐবন্ধুটা কি সুন্দর দেখতে কিন্তু আমাকে দেখতে অসুন্দর বানিয়েছে,আমার ঐবন্ধুটা কত বড়লোক আর আমি কি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছি।আমার ঐবন্ধুটা পড়াশোনায় ভালো আর আমি তো পড়তেই ভালো লাগে না।আমার ঐবন্ধুটার ভাগ্য অনেক ভালো আর আমি আমার ভাগ্য কোনো কিছুতেই সহায় করে না।
এইসব চিন্তাগুলো এখন থেকে বাদ দিন।কাওর সাথে নিজেকে তুলনা করা কখনোই ঠিক না।আচ্ছা আপনি কি কখনো নিজেকে তাদের সাথে তুলনা করেছেন যারা টাকার অভাবে স্কুল যেতে পারে,সারাদিন ভিক্ষা করে কয়েকটা টাকা দিয়ে জীবন যাপন করে,যাদের ছোটবেলা থেকেই মানুষের দোকানে কাজ করতে হয়।তাদের সাথে যখন তুলনা করবেন তখন নিজেকে কতই না ভাগ্যবান মনে হয়।
ঈশ্বর সবাইকে কিছু না কিছু গুন দয়ে পাঠিয়েছেন।কিন্তু আমরা কখনোই সেগুলো কাজে লাগায় না।জানতে চাই আমাদের মধ্যে কি গুনটি আছে।সেইটা কাজে লাগিয়ে জীবনে জয়ী হওয়া যায়।তাই নিজেকে ভাগ্যহীন মনে করা ঠিক না।ঈশ্বরতাকেই সাহায্য করেন যে নিজেকে নিজে সাহায্য করে।
অনেকের তো পা নেই সে হেটে হেটে আপনার মতো বেড়াতে পারে না,অনেকের হাত নেই তাই সে কাজ লেখতে পারে না,কিন্তু আপনার তো দুইহাত ভালোই আছে।আবার অনেকের চোখ নেই,যার ফলে এই সুন্দর পৃথিবীটাকে সে কখনোই দেখতে পারে না।হাত পা থাকা সত্বেও সে চোখের অভাবে কিছুই করতে পারে না।আর আপনার তো দুইটা চোখই ভালো আছে।এখন তো একটু হলেও নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।
কাওকে অনুসরণ না অনুকরণ না নিজেকে খুজুন নিজেকে নিয়ে বাচুন।আর আপনি যদি দরিদ্র হয়ে থাকেন তাহলে ও কোনো সমস্যা নেই।বিশ্বে যারা বড় হয়েছেন তারা শুন্য থেকে শুরু করে শীর্ষে পৌছেচেন।আপনার মধ্যে এমন অনেক গুন আছে যা আপনি পরিশ্রমের মাধ্যমে কাজে লাগালে ধনী হওয়া আপনার অসম্ভব কিছুই না।
তাই আপনি জন্মগ্রহণ করেছেন।এটার জন্য নিজেকে ভাগ্যবান মনে করুন।ধৈর্যোর সাথে পরিশ্রম চালিয়ে যান আপনি যেইগুলার অভাব মনে করছেন সেইগুলা চলে আসবে।তাই আপনার মনে হওয়া উচিৎ যে আপনি সত্যিই ভাগ্যবান।ভালো থাকবেন সবাই,ধন্যবাদ।