আচ্ছালামুআলাইকুম,আশাকরি সবাই ভালো আছেন।আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি।
আমরা আজ আমাদের ছোটবেলাকে নিয়ে কিছু আলোচনা করবো।
ছোট বেলার কথা কম বেশী সবার এই মনে আছে। এখন নিশ্চই ভাবছেন সেই সময়টাই ভালো এই ভালো ছিলো।হ্যা সেই সময়টাই ভালো ছিল।
আমরা যখন রাতে উঠানে বসে হাটতাম তখন চাঁদ ও আমাদের সাথে হাটতো
কারো মাথায় টাক লাগলে বলতাম এই আর একটা টাক দিতে দে না হয়তো আমার মাথায় শিং গজাবে
বিয়ে করলে বাচ্চা হয় না করলে হয় না
পৃথীবিতে দুটি দেশ আছে সেটা বাংলাদেশ আর বিদেশ
সারে বারোটার পরে সারে একটা আর সারে একটার পর সারে দুইটা
কোন ফলের বিচি খেয়ে ফেললে মনে করতাম সেই ফলের গাছ হবে
সিনেমার মধ্যে নায়ক নায়িকা নিজেদের গলায় গান গায়
আই লাভ ইউ খুব খারাপ একটা শব্দ জার থেকে খারাপ সব্দ হয় না
টিভির ভিতরে ছোট ছোট মানুষ থাকে যা পিছন থেকে উকি দিলে দেখা যাবে।
ছোট বেলার সবচেয়ে ভালো লাগতো বাবা মার ভালোবাসা,তাদের শাষোন।এই দিন গুলো আমরা আর পাবো না।তাই আমাদের যারা ছেলে মেয়ে আছে তাদের সঠিক ভাবে বড়ো করার দায়িত্ব আপনার আমার সবার।