আসসালামুয়ালাইকুম, পাঠকবৃন্দ। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। grathor.com এর পক্ষ থেকে সবার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।
বেশিরভাগ মানুষ নিজের ক্যারিয়ার হিসেবে চাকরি কে বাছাই করে। প্রায় সবাই সরকারি চাকরি টাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু বর্তমান বাজারে চাকরি পাওয়া এত সহজ নয়। এর জন্য প্রয়োজন নিরলস পরিশ্রম, অফুরন্ত চেষ্টা ও ধৈর্য। যা একজন মানুষ কে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে।
তাই আজ থেকেই শুরু করুন আপনার ক্যারিয়ারে গড়ার চেষ্টা। আপনি যদি প্রতিদিন কমপক্ষে ২০ টা করে প্রশ্ন/সাধারন জ্ঞান পড়েন। মাস শেষে ৬০০ টি প্রশ্ন হয় এবং এর থেকে যদি ৫০০ প্রশ্ন আয়ত্ত করতে পারেন তাহলে বছরে ৬০০০ প্রশ্ন হবে। এই অল্প চেষ্টাই একদিন বড় সাফল্য বয়ে আনবে। নিচে কিছু আন্তর্জাতিক বিষয়াবলি শেয়ার করলাম, যা আমি নিজেও পড়ি। আসা করি আপনাদেরও উপকারে আসবে।
🔹লুই ব্রেইল (১৮০৯-১৮৫২) একজন ফরাসি নাগরিক। মাত্র ৩ বছর বয়সে তিনি অন্ধ হয়ে যান। পরবর্তীতে তিনি অন্ধদের জন্য লিখন ও পঠন পদ্ধতি আবিষ্কার করেন, যা ব্রেইলি নামে পরিচিত।
🔹বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ওপেন বিশ্ববিদ্যালয় হচ্ছে, লন্ডন ওপেন ইউনিভার্সিটি।
🔹বিশ্বের প্রথম বর্ণমালা পাওয়া যায়, সিরিয়ার উড়গিটে।
🔹বিগ ফোর সংবাদসংস্থা : বিশ্বের বৃহৎ চারটি সংবাদ সংস্থাকে বিগ ফোর নিউজ এজেন্সি বলা হয়। বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রায় ৯০% তথ্যই এই মাধ্যমগুলো থেকে নেওয়া হয়। সংবাদমাধ্যমগুলো হচ্ছে – Unites press International, Associated press, Reuters & Agence France-Presse.
🔹বিশ্বের বৃহত্তম সংবাদ মাধ্যম ; Associated press.
🔹বিশ্বের প্রথম ২৪ ঘন্টা সংবাদ প্রচারকারি সংবাদ মাধ্যম: CNN.
🔹 জার্মানি ছাড়া জার্মান ভাষায় কথা বলে; অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও লিচেনস্টাইন।
🔹এশিয়ায় ফরাসি ভাষায় কথা বলে একমাত্র দেশ, কম্বোডিয়া।
🔹এসিয়ায় স্প্যানিশ ভাষায় কথা বলে একমাত্র দেশ, ফিলিপাইন।
🔹সর্বপ্রথম জাতীয় পতাকা গৃহীত হয়; ডেনমার্কে, ১২১৯ সালে। ডেনমার্কের জাতীয় পতাকার নাম Dannebrog যা বিশ্বের প্রাচীনতম পতাকা ও আজও ব্যবহৃত হচ্ছে।
🔹সাইপ্রাস ও কসোভো, এ দুই দেশের পতাকায় মানচিত্র আছে।
🔹রেডক্রস; এই সংগঠনটি তিনটি পতাকা আছে।
🔹সৌদি আরব ও ইরান; এই দেশের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না।
🔹বাংলাদেশের পতাকার সাথে মিল আছে; জাপান ও পালাউ।
🔹ইরানের পতাকায় ২২ বার আল্লাহু আকবার লেখা আছে।
🔹দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ যার উপনিবেশ ছিল, ইংল্যান্ড।
🔹বিশ্বের বৃহত্তম সীমান্তবর্তী দেশ হচ্ছে ; যুক্তরাষ্ট্র ও কানাডা।
🔹বিশ্বের সংক্ষিপ্ত সীমান্তবর্তী দেশ; ভ্যাটিকান ও ইতালি।
🔹পারমাণবিক বোমার আবিষ্কারক; ওপেনহাইমার।
🔹উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায়, ৩ সেপ্টেম্বর ২০১৭ সাল।
🔹পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়, ইউরোনিয়াম।
🔹পাকিস্তানের পারমানবিক বোমার জনক, আব্দুল কাদির।
পোস্ট টি ভালো লাগলে শেয়ার করতে ভূলবেন না। নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন, আপনার বন্ধদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ 💕