“মা”শিহ্মিত হোক বা না’ই হোক তিনি আমাদের শ্রেষ্ঠ শিহ্মক।
আমরা প্রেত্যেক মানব সন্তান’ই কোন না কোন মায়ের গর্ভে ছিলাম।মা এই ডাকটি অনেক মূল্যবান। যার মা নেউ সে বোঝে মা না থাকার কি বেদোনা।
একটা শিশু জন্ম নেয়ার পর মা তাকে লালোন পালোন করেন।তিনি না খেয়ে তার বাচ্চাকে খাওয়ান।তিনি প্রথম আমাদের ভাষা শিখান।তিনি সব ছেলে মেয়ের প্রথম আর শেষ শিহ্মক।
আর প্রত্যেক বাচ্চা ‘মা’ অহ্মরটি প্রথম উচ্চারন করেন।পরে আস্তে আস্তে বাচ্চাটি কথা বলা শেখেন।
এটাই শেষ নয়।বাচ্চা বড়ো হলে কিভাবে চলবে, কাদের সাথে চলবে, কি করবে ইত্যাদি মায়ের কাছে থেকে জানতে পারেন।মা যদি চান তার বাচ্চাকে ফেলে চলে যাবে তা কিতু সে পারে না।কারন তার নারির টান সে কখনো ফেলতে পারবে না।আর কোন ছেলে বা মেয়ে যদি চায় তার মা এর ঋন শোধ করবে তা কখনো সম্ভব না।