আসসালামু আলাইকুম,
এতো দেরিতে পার্ট -৩ দেয়ার জন্য আমি দুঃখীত। যারা এখন ও পার্ট-১ ও পার্ট-২ পড়েননি তারা প্রথমের পার্ট গুলো পড়ে আসে, তাহলে এই পার্ট বুঝতে সুবিধা হবে। পার্ট-১ লিংক ও পার্ট-২ লিংক।
৫. পরীক্ষায় নাম্বার ওঠানো সহজ না কঠিন:
অনেকেই ভাবে ইংলিশ লিটারেচারে নাম্বার তোলা কঠিন।পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখলে ও মার্ক অনেক কম আশে।
আচ্ছা আপনারাই বলেন যদি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেই যাই আর মূল বিষয়টাই না লিখি তাহলে কি টিচাররা মার্ক দিবে? একদমই না। মূল বিষয়ই যদি না লিখি অপ্রয়োজনীয় লিখা দিয়ে পৃষ্ঠার সংখ্যা বাড়াই তাহলে টিচাররা আর ও বিরক্ত হবে। যার জন্য আপনার খাতা দেখার সময় উনার অনাগ্রহ চলে আসবে। আপনার সময় অপচয় হবে। পৃষ্ঠা বাড়ানোর জন্য একটা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে বাকি গুলোর উত্তর করার সময় পাবেন না।
তাই অতিরিক্ত পৃষ্ঠা না লিখে যতটুকু প্রয়োজন ততটুকু লিখুন, মূল বিষয়টা তুলে ধরুন, সঠিকটা লিখুন। এতে করে আপনার সময়ে লিখাও শেষ হবে এবং আপনার মার্ক ও ভালো আসবে।
তাই বলছি মার্ক ওঠানো ততটা সহজ ও না। একটু টেকনিক খাটিয়ে লিখলেই ভালো মার্ক পাওয়া যাবে।
৬. কি ভাবে লিখলে ভালো মার্ক পাব?
প্রথমেই বলি প্রশ্নের উওর গুলো এলোমেলো লিখা যাবে না। অর্থাৎ প্রথমে ব্রোড প্রশ্ন লিখলেন তার ব্রিফ গুলো লিখলেন এভাবে লিখবেন না। গুছিয়ে সুন্দর ভাবে প্রথমে ব্রিফ লিখবেন তারপর সোর্ট এবং শেষে ব্রোড লিখবেন। বেশি কাঁটাছেরি করা যাবে না। হাতের লিখা সুন্দর করে স্পষ্ট ভাবে লিখতে হবে। সম্ভব হলে মেইন পয়েন্ট বা গুরুত্ব কোন কিছু হাইলাইট করে লিখবেন। চাইলে হাইলাইট করার জন্য কালার পেন ব্যবহার করতে পারেন।
Reading skill & Writing skill যতটুকু চাইবে ততটুকুই লিখবেন। না কম লিখবেন আর না বেশি লিখবেন। এখানে পৃষ্টা কম বেশী হলে সমস্যা নাই। এখানে শুধু মেইন পয়েন্টগুলো তুলে ধরলেই হবে।
আর এর বাইরে যে বিষয়গুলো আছে যেমন: Prose & poetry সেখানে বড় প্রশ্ন বা ব্রোড ৪ – ৬ পৃষ্ঠা লিখতে পারেন। আর সর্ট প্রশ্নের উত্তরে ২ – ৪ পৃষ্ঠা লিখতে পারেন।
এখানে আমি ১ পৃষ্ঠা বলতে একটি সাদা পৃষ্ঠার এ পিট ওপিট বুঝাতে চেয়েছি। এ রকম পৃষ্ঠা লিখলে আপনারা মোটামোটি নাম্বার পেয়ে যাবেন, তবে আর কয়েকটা পৃষ্ঠা বাড়ালে ভালো। মোটকথা, যাই লিখুন না কেন নিজে নিজে বুঝে লিখবেন। সঠিকটা লিখবেন। উত্তর প্রয়োজনের চেয়ে বেশী বড় করা যাবে না। মূল কথা দিয়ে শুরু করে প্রাসঙ্গিক আলোচনা দিয়ে শেষ করলে ভালো। আর চেষ্টা করবেন Quotation দেয়ার। তাহলে ভালো মার্ক আশা করা যায়।
আর ব্রিফ যেহেতু এককথায় উত্তর দিতে হয় তাহলে ১ পৃষ্ঠায়ই আশা করি লিখা শেষ হয়ে যাবে। চেষ্টা করবেন এখানে যাতে ১০ এ ১০ তুলতে পারেন। কারণ আপনি যদি প্রথম প্রশ্নেই ভালো মার্ক তুলতে পারেন তাহলে টিচারের আপনার প্রতি একটা পজেটিভ ভাইব কাজ করবে। তিনি বুঝতে পারবেন আপনি ছোট থেকে ছোট ডিটেইল ও লক্ষ্য করেছেন, তাহলে নিশ্চয়ই আপনি বাকি প্রশ্নের উত্তর গুলোও ভালো ভাবে লিখেছেন। যার ফলে আপনার মার্ক ও ভালো আসবে।
৭. পরীক্ষায় টাইম মেইনটেন করব কিভাবে?
পরীক্ষা মোট ১০০ মার্কের হয়। তার মধ্যে ২০ মার্ক ইনকোর্স পরীক্ষা হয়। এই পরীক্ষা ফাইনাল পরীক্ষার আগে যার যার নিজ নিজ কলেজে হয় এবং বাকি ৮০ মার্কের ফাইনাল পরীক্ষা হয়। পরীক্ষায় সময় দেওয়া হয় ৪ ঘন্টা। এর মধ্যে ৮০ মার্কের উত্তর দিতে হয়। ১০ মার্ক থাকে ব্রিফ প্রশ্নে, ২০ মার্ক সোর্ট প্রশ্নে এবং ৫০ মার্ক ব্রোডে। খুব কম সময়ে অনেক লিখতে হবে। তাই পরীক্ষার হলে টাইম মেইনটেন করাটা খুব জরুরি।
…Brief Question : ১ মার্ক করে ১০ টা প্রশ্নের উত্তর দিতে হয়। যেহেতু ১ মার্ক তাই ১ – ২ লাইনে উত্তর লিখতে হবে। অনেক সময় ৩ লাইন ও লিখতে হতে পারে। এখানে উত্তর গুলো এককথায় দিবেন। অতিরিক্ত কিছু লিখবেন না।
Brief question গুলো ২০ – ২৫ মিনিটে লিখে শেষ করার চেষ্টা করবেন।
…Short Question : ৮ টা প্রশ্ন দেওয়া থাকবে। তারমধ্যে ৫ টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান ৪ করে। অর্থাৎ মোট ২০ মার্কের উত্তর দিতে হবে। এখানে ১: ৩০ মিনিট বা এর চেয়ে বেশি সময় নিয়ে লিখতে পারেন।
…Broad Question : এখানে ও ৮ টা প্রশ্ন দেওয়া থাকে আর সেখান থেকে ৫ টা প্রশ্নের উত্তর দিতে হয়। আর প্রত্যেকটা প্রশ্নের মান ১০। অর্থাৎ মোট ৫০ মার্ক এর উত্তর দিতে হবে। ব্রোড প্রশ্নে ভালো করে উত্তর দিতে পারলে ৫০ থেকে ৪০ পেতে কেউ আপনাকে আটকাতে পারবে না। সবাই বেশীরভাগ এই ৫০ মার্ককেই টার্গেট করে। কারণ ইক্টু কৌশলী হলেই ৪০ মার্ক নিশ্চিত। কাটা ছিড়া না করে হাতের লিখা সুন্দর ও সপষ্ট ভাবে লিখলে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে মূল বিষয় গুলো ৪ – ৬ পৃষ্ঠায় বিশ্লেষণ করলে ভালো মার্কস পাওয়া যায়।
আর এইভাবে লিখার জন্য পুরো টপিকটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। পেরাফেজ শিখতে হবে। কবি বা লেখকের জীবনী জানতে হবে। প্রত্যেকটা কেরেকটার সম্পর্কে জানতে হবে। তাহলে প্রশ্ন যেখান থেকেই করুকনা কেন আমরা উত্তর দিতে পারব। ব্রোড প্রশ্ন লিখার জন্য ২ ঘন্টা বা তারচেয়ে বেশি সময় নিয়ে লিখতে পারেন। আর অব্যশই পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট আগে লিখা শেষ করবেন। সেই ১৫ মিনিটে আপনি রিভিশন দিবেন। দেখবেন কোথাও কোন ভুল আছে কি না।
৮. ১ম বর্ষে ফাস্টক্লাস পাওয়ার নিনজাটেকনিক😁।
…..ফাইনাল পরীক্ষায় মোট ১০০ মার্ক।
তারমধ্যে ইনকোর্সে ২০ মার্ক এবং
ফাইনাল পরীক্ষায় ৮০ মার্ক।
টোটাল ( ২০ + ৮০) = ১০০.
..ফাইনালে ৮০ তে ৩২ পেলে পাশ এবং ইনকোর্সে ২০ শে ৮ পেলে পাশ।
মোট ( ৩২ + ৮) = ৪০.
টোটাল ৪০ পেতে হবে। তবেই আপনি পাশ বলে গণ্য হবেন।
আর ৪০ পেলে আশে 3rd class.
আমরা যানব সহজেই কিভাবে আমরা 1st class পেতে পারি।
৮০ মার্কের মধ্যে কোনো মতে ৩২ এর বদলে ৪৫ এবং ইনকোর্সে ৮ এর বদলে ১৫ পেলে
মোট ( ৪৫ + ১৫) = ৬০ মার্ক আশে।
আর ৬০ মার্ক ওঠাতে পারলেই 1st class এশে যাবে।
হিসাবটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন যে, ইংলিশ ডিপার্টমেন্টে ফেল করার চেয়ে 1st class পাওয়া অনেক সোজা।
আর নন- মেজর সাবজেক্ট গুলোতে সবসময় A/ A+ করার টার্গেট রাখবেন। তাহলে রেজাল্ট আরো ভালো আসবে। এই বিষয়ে অল্প পড়েই ভালো মার্ক তোলা যায়। গাইড থেকে বা সেট সাজেশন থেকে বেছে বেছে কয়েকটা Important প্রশ্ন পড়লেই এই সাবজেকট Cover হয়ে যাবে। তাই এই বিষয়কে মোটেও অবহেলা করা যাবে না। টেকনিক খাটিয়ে পড়লেই যথেষ্ট।
আরেকটা কথা, আপনি যে কলেজে অনার্স করার জন্য ভর্তি হয়েছেন সে কলেজের টিচারদের হাতে ইনকোর্সের মার্ক থাকে। কারণ ইনকোর্স পরীক্ষা নিজ নিজ কলেজে হয়। আর টিচাররা মার্ক গুলো যেসব বিষয়ের উপর ভিত্তি করে দিবে সেগুলো হচ্ছে পরীক্ষা নিয়ে, উপস্থিতি এবং আপনার ব্যবহার। তাই সব সময় চেষ্টা করবেন ইনকোর্সে যেন ১৫+ মার্ক উঠাতে পারেন। কারণ এই ২০ মার্ক পুরোপুরি আপনার উপর নির্ভর করে। আপনার ব্যবহার কার সাথে কি রকম, কলেজে কতটুকু আপনি উপস্থিত ছিলেন, আপনার ক্লাস পরীক্ষা গুলো আপনি কিভাবে দিয়েছেন।
আর 1st year & 2nd year এ অনেক সময় থাকে। এ সময় গুলো হেলায় না কাটিয়ে কাজে লাগানোর চেষ্টা করবেন। এই ইয়ার গুলোতে সিজিপিএ ৩.০০ এর উপর থাকলে 3rd & 4th year এ ভালে রেজাল্ট করা Possible.
আমি যতটুকু জানি তা লিখেছি। আমার কোন ভুল হলে আমাকে ক্ষমা করবেন এবং ভুল গুলো ধরিয়ে দিবেন। আপনাদের কাছে কেমন লাগল তা জানাবেন।
আশা করি ১ম বর্ষে যে যে বিষয় গুলো জানা প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আমি কিছুই জানি না, আপনারা কি কি জানেন সেগুলো আমাকে জানাতে ভুলবেন না। আমি জানতে আগ্রহী।
ইনশাআল্লাহ আমি আর ও কিছু জানতে পারলে আপনাদের জানিয়ে দিব।
আপনাদের কারো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি বলে দিব।
আর কারো কোন বিষয়ের হেন্ডনোট লাগলে বলতে পারেন। আমার নিজে করা হ্যান্ডনোট গুলো দিব।
আল্লাহ হাফেজ।