আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
কেমন আছেন সবাই। ফেসবুক না ইউটিউব। কিসে ভিডিও আপলোড করবেন? কোথায় আপনার প্রফিট বেশি হবে? এই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনি এই বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন। পুরো পোস্ট মনযোগ দিয়ে পরার অনুরোধ করছি।
আজকে আপনাদের সাথে দুটি বিষয় এর সব তথ্য শেয়ার করার চেষ্টা করব। আমাদের মূল লক্ষ যেহতু ইনকাম করা তাই প্রথম এ ইনকাম এর বিষয় টি তুলে দড়ছি। ইনকাম করতে হলে আমাদের কি কি করতে হবে।
ইউটিউব থাকে ইনকাম করার জন্য আমাদের ১ হাজার সাবস্ক্রাইব এবং ৪ হাজার ঘন্টা ওয়ার্চ টাইম দরকার। এটা নাহলে মনিটালাইজেশন অন করতে পারবেন না। মনিটালাইজেশন অন হওয়া ছাড়া আপনার ইনকাম শুরু হবে না।
এর আসি ফেসবুক পেজ নিয়ে। ফেসবুক পেজ এ আপনার ১০ হাজার ফলোয়ার ও ৩০ হাজার মিনিট ওয়ার্চ দরকার হবে মনিটালাইজেশন অন করার জন্য। এবং ভিডিও গুলো ৩ মিনিট এর বেশি হতে হবে।
ফেসবুক না ইউটিউব কোনটাতে মনিটালাইজেশন পাওয়া সহজ এটা ঠিক করবেন আপনি। আপনার কাছে যেটা সহজ মনে হয় ঠিক সেটাই করবেন। এখন কিছু টিপস শেয়ার করব যাতে আপনার প্লাটফর্ম বাছতে সহজ হয়।
প্রথম এ ফেসবুক পেজ নিয়ে বলা যাক। ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনাকে ফেসবুক পেজ এ ভিডিও দিতে হবে। নিজের প্রোপবা গ্রুপ এ দিলে হবে না। এখন আসি ফেসবুক এ ভিডিও দোওয়ার সুবিধা আর অসুবিধা নিয়ে।
ফেসবুক এ ভিডিও দেওয়ার সুবিধা হল এখানে খুব বেশি কপিরাইট ধরে না। আর অসুবিধা হল মানুষ যখন ফেসবুক এ আসে তার ভিডিও দেখার মানসিকতা থাকে না। মানুষ ফেসবুক এ যায় আড্ডা দেওয়ার জন্য।
ইউটিউব এ ভিডিও দেওয়ার সুবিধা হল ইউটিউব এ মানুষ যখন যায়। তখন সে ভিডিও দেখার মানসিকতা নিয়ে যায়। তখন সে তার প্রয়োজনীয় ভিডিও দেখলে ক্লিক করে সেটা দেখে। এছাড়াও সে সার্চ করে ভিডিও দেখো নেয়। ফেসবুক পেজ এ এরকম সুবিধা থাকে না।
ইউটিউব এ ভিডিও দেওয়ার অসুবিধা হল এখানে সামান্য থেকে সামান্য ও কপি করা যাবে না। এরকম করলে আপনার কপিরাইট হবে। একাধিকবার কপিরাইট হলে আপনার চ্যানেল ব্যান করে দেওয়া হবে। আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন।
এখন আসি ইনকাম নিয়ে। ফেসবুক আর ইউটিউব দুটি অনেক বড় প্লাটফর্ম। এখানে কোনটাতে ইনকাম কম বা বেশি তার মধ্যে খুব পার্থক্য থাকবে না। আর কেনটাথেকে পেমেন্ট না পাওয়ার শঙ্কা নেই। দুটি সাইট এই কাজ করলে আপনি ১০০% পেমেন্ট পাবেন।
সর্বশেষ একটা বিষয় হচ্ছে আপনার ক্যাটাগরির উপর নির্ভর করে আপনি আপনার ভিডিও ফেসবুক ও ইউটিউব এ একসাথে দিতে পারেন। যেহেতু ভিডিও এর মালিক আপনি তাই কোন সমস্যা হবে না। আশা করি দুটি প্লাটফর্ম সম্পর্কে কিছু ধারণা দিতে পেরেছি। আজকের মতো এই পযন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ
কিওয়ার্ড
ইউটিউব মনিটালাইজেশন ২০২০
ফেসবুক পেজ মনিটালাইজেশন
ফেসবুক থেকে ইনকাম সহজ পদ্ধতি
ভিডিও বানিয়ে ইনকাম