ইতিহাসের জনক হেরোডটাস ৪৮৪ খ্রিষ্টপূর্বে এশিয়া মাইনর উপকূলে গ্রিক নগরীতে জন্মগ্রহণ করেন।
তাঁর পিতার নাম ল্যাক্সেস, এবং মাতার নাম ডাইরো।
সে তাদের পরিবারের সাথে Helicarnassus a বসবাস করতেন।
তিনিই বিশ্বসভ্যতার ইতিহাস বিষয়ে ধারণা দেন।
এ কারনে তাকে ইতিহাসের জনক বলা হয়।
অসাধারণ প্রতিভাধর ইতিহাসবিদ হেরোডটাস পারস্য সাম্রাজ্য,গ্রিস ও ইতালিতে ব্যপকভাবে ভ্রমন করনে এবং প্রচুর তথ্য সংগ্রহ করেন।
এ সংগৃহিত তথ্য দ্বারা প্রথমবারের মতো নয় খন্ডের সম্পূর্ণ “ইতিহাস” গ্রন্থ টি রচনা করেন।
এ গ্রন্থটি গ্রিক-পারসিক যুদ্ধ কাহিনী অবলম্বনে রচনা করন।
গ্রিক-পারসিক যুদ্ধের কাহিনী ছাড়াও এ গ্রন্থে বিভিন্ন জাতির ইতিহাস বর্ণনা করা হয়েছে।
এর পরিসর এত ব্যপক যে এটিকে একটি বিশ্ব ইতিহাস রূপে গণ্য করা হয়েছে।
মহান ইতিহাসবিদ হেরোডটাস ৪২৫ খ্রিষ্টপূর্বে মৃত্যুবরণ করন।