Cheap price backlink from grathor: info@grathor.com

ইতিহাসবিদ হেরোডটাস এর জীবন কাহিনী।

ইতিহাসের জনক হেরোডটাস ৪৮৪ খ্রিষ্টপূর্বে  এশিয়া মাইনর উপকূলে গ্রিক নগরীতে                                    জন্মগ্রহণ করেন।

 

তাঁর পিতার নাম ল্যাক্সেস, এবং মাতার নাম ডাইরো।

সে তাদের পরিবারের সাথে   Helicarnassus a  বসবাস করতেন।

 

তিনিই বিশ্বসভ্যতার ইতিহাস বিষয়ে ধারণা দেন।

এ কারনে তাকে ইতিহাসের জনক বলা হয়।

 

অসাধারণ প্রতিভাধর ইতিহাসবিদ হেরোডটাস  পারস্য সাম্রাজ্য,গ্রিস ও ইতালিতে ব্যপকভাবে ভ্রমন করনে এবং প্রচুর তথ্য  সংগ্রহ করেন।

 

এ  সংগৃহিত তথ্য দ্বারা প্রথমবারের  মতো নয় খন্ডের সম্পূর্ণ “ইতিহাস” গ্রন্থ টি রচনা করেন।

এ গ্রন্থটি গ্রিক-পারসিক যুদ্ধ কাহিনী অবলম্বনে রচনা করন।

গ্রিক-পারসিক যুদ্ধের কাহিনী ছাড়াও এ গ্রন্থে বিভিন্ন জাতির ইতিহাস বর্ণনা করা হয়েছে।

এর পরিসর এত ব্যপক যে এটিকে একটি বিশ্ব ইতিহাস রূপে গণ্য করা হয়েছে।

 

মহান ইতিহাসবিদ হেরোডটাস ৪২৫  খ্রিষ্টপূর্বে মৃত্যুবরণ করন।

 

 

 

Related Posts

6 Comments

Leave a Reply