“”” আসসালামু আলাইকুম “””
আশা করি সকলে ভালো আছেন।
আজ আমি অন্য একটি ইনকাম এপ নিয়ে আপনাদের বলবো। যার মাধ্যমে প্রতিদিন কিছু পরিমান টাকা রিচার্জ এবং ব্যাংক একাউন্টে নিতে পারবেন।
এপটির নাম হলো Premise।
Play store এ সার্চ দিলেই আপনারা এপটি পেয়ে যাবেন।
*** এই এপটির কাজ অনেক অনেক সহজ।
কাজ হলো শুধু প্রশ্নের উত্তর দেয়া।
ভুল প্রশ্নের উত্তর দিলেও টাকা পাওয়া যায় তাই কোনো সমস্যাই নেই।
এই এপে ৩ ধরনের Task রয়েছে।
১. Normal (5-10 সেকেন্ড সময় লাগবে)
২. Medium (১-৫ মিনিট সময় লাগবে)
৩. Hard (৮-১০ মিনিট সময় লাগবে)
* Normal Task এ শুধু প্রশ্নের উত্তর দিতে হবে।
** Medium Task এ বিভিন্ন জায়গার ছবি তুলে দিতে হবে।
*** Hard Task এ আপনাকে কোনো কিছু সম্পর্কে বর্ণনা দিতে হবে।
* Normal Task এর জন্য ৫০ পয়সা করে পাবেন।
** Medium Task এর জন্য ১০ টাকা করে পাবেন।
*** Hard Task এর জন্য ২০-১০০ টাকা করে পাবেন।
এই এপ্সটি একটি International এপ। তাই ১০০% পেমেন্ট করে। আমি অনেকবার পেমেন্ট পেয়েছি।
এত সহজ কাজ আমি আগে কখনো করিনি।
প্রতিদিন. মাত্র ২০ মিনিট সময় দিলেই ৫০-১০০ টাকা ইনকাম করা যায়।
মাত্র ১০ টাকা হলেই মোবাইল রিচার্জ নেওয়া যায়। তাছাড়া আপনারা ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা নিতে পারবেন।
আপনারা হয়তো ভাবতে পারেন যে এপটির কথা বলে আমার কি লাভ হবে। আসলে আমার কোনো লাভ হবে না। কারণ এই এপে কোনো রেফার বোনাস নেই।
*** প্রথমে এপটি ডাউনলোড করে তারপর ওপেন করুন। তারপর জিমেইল আইডি দিয়ে সাইন আপনার করুন। আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে। আপনাকে তারপর আকাশের ছবি তুলে সাবমিট করতে হবে। তারপর আপনার একাউন্ট হয়ে যাবে।
তারপর টাস্ক কমপ্লিট করবেন আর টাকা ইনকাম করতে থাকবেন। কিছুক্ষন পারেন পারেন টাস্ক পাবেন। Hard Task দিনে ১ বার আর Medium Task দিনে ৫-৬ বার পাবেন।
আর তেমন কোনো কাজ নেই। আপনারা নিজেরাই বুঝতে পারবেন সব কিছু।
তাছাড়া এটি অনেক ভালো একটি এপ যা পেমেন্ট রিকুয়েস্ট দেওয়ার ১ মিনিট দেরিতেও না এটি মাত্র ৫ থেকে ১০ সেকেন্ডের মধ্যেই পেমেন্ট করে। এত তাড়াতাড়ি পেমেন্ট করে যা আর কোনো এপ সবাই সাইটে করে না। ৫-১০ সেকেন্ডের মধ্যেই পেমেন্ট করে ১০০০%।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
thanks for sharing
Welcome
tnx
Thx
ভাই কোন টাস্ক নাইতো।
টাস্ক না থাকলে ইনকাম হবে কিভাবে????
এইটা কি বাংলাদেশে available না?
Normal task paben daily rat 12 ta theke sokal 10 ta porjonto .. ar medium task jkono somoy dite pare
gd
gd
Nc
Nice
এইকি কথা
valo laglo
Thank you for write this article…
https://grathor.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f/