Cheap price backlink from grathor: info@grathor.com

ইসলামিক কবিতা লিখলাম আপনাদের জন্য

যখন মরে যাব
রুহি আক্তার

যখন আমি মরে যাবো!
থাকবনা এই ভবে।
কেউ কি সাথে যাবে!
আমার অন্ধকার কবরে।
পারা পড়শি আত্নীয় স্বজন,
সবাই শুধু কাদবে তখন।
সঙ্গে কেহ যাবেনা
সাড়ে তিন হাত কবরেতে
সঙ্গী কেহ হবেনা।
এই হলো দুনিয়ার নিয়ম
কেহ কারো আপন না।
অন্ধকার কবরেতে
থাকতে হবে একলা।

• নামাজ

এসো নামাজ পড়ি।
এসো কোরআন পড়ি।
কোরানের মতো জীবনটাকে সুন্দরভাবে গড়ি।
হাশরের মাঠে প্রথম হিসাব নামাজ।
নামাজ ছাড়া পাইবো নাতো নাজাত।
ওমরের শেষ কথা ছিলো নামাজ।
প্রাণের নবীর (স).শেষ কথা ছিলো নামাজ।
নামাজ পারে রিদয়ের মাঝে শান্তির আভা দিতে।
নামাজ পারে শত্রুকে বন্ধু করে দিতে।
নামাজ পারে পাপ কে সরাতে।
নামাজ পারে মিথ্যাকে ভুলাতে।

প্রাণের নবী

যদি একটি বার দেখতাম
তোমার ওই সুন্দর মুখ
ধন্য হতাম এই ধরণীর মাঝে
পেতাম অনেক সুখ
ওগো প্রাণের নবী
দাওগো একটু দেখা
তোমায় না দেখলে
জন্মই যাবে বিথা
হাশরের ওই কঠিন দিনে
থেকো মোর পাশে
তুমি ছাড়া কেউ পারবেনা
মহান প্রভুর সামনে থাকতে

কত করেছি পাপ

কতইনা করেছি পাব
পাব কি ক্ষমা
করবে কি কোনদিনও মাফ।
কি নিয়ে দাঁড়াবো তোমার সামনে
কিছুই তো করিনি হিসাব।
তোমার সামনে দাঁড়ানোর সাহস নেই আমার। ক্ষমা করো প্রভু ক্ষমা করো।
এই গুনাহগার কে।
তুমি যদি মাফ না করো।
যাব কোথায় বলো।
দয়ার সাগর মায়ার সাগর
তুমি ক্ষমাকারী
তুমি ছাড়া নেই তো আর কেউ মহাপরাক্রমশালী
ওগো রহিম রব্বানা
হাশরের ওই কঠিন দিনে
থেকো আমার পাশে
দিয়ো হিসাব সহজ করে
তুমি যদি হিসাব নাও
কেমনে দিবো হিসাব
পাপের তো নেই সীমা
কেমনে দিবো জবাব

ইসলাম

ইসলাম শান্তির ধর্ম
ইসলাম শান্তির পথ
ইসলাম শান্তির কর্ম
ইসলাম হলো সৎ
ইসলামে নেই ভেদাভেদ
ইসলামে নেই কোনো বাধ্
ইসলামে নেই শত্রুতা
ইসলামে নেই হিংস্রতা
ইসলামে নেই কোনো ভয়
ইসলামে নেই সংশয়

আরবের পথ

আরবের পথ ধরে
আমি চলে যাবো
যে পথে চলেছিল আমার নবী ( স).
যে পথের ধুলোয় মিশে আছে আজো
আমার নবীর (স). ঘ্রাণ
যে ঘ্রাণে শীতল হবে আমার প্রাণ
আরবের পথ ধরে
আমি চলে যাব
সেই রওজায়
শুয়ে আছে আমার নবী যেথায়।
দিবো হাজার সালাম তাকে
যে উম্মতি উম্মতি বলে
আজও কাদে।
যার সুপারিশ ছাড়া পাবনা তো জান্নাত
যার কারণে পেতে পারি নাযাত।
আরবের পথ ধরে আমি চলে যাব
যে পথে চলেছিল আমার কলিজার নবী(স).
যে কাঁদছে এখনও বলে উম্মতী উম্মতি

Related Posts

22 Comments

  1. “এই হলো দুনিয়ার নিয়ম
    কেহ কারো আপন না।
    অন্ধকার কবরেতে
    থাকতে হবে একলা।”…..

    এটাই সত্য। খুব ভালো লাগলো।

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No