উত্তরঃ উদ্দীপকের চিত্রে মোম গলে পড়ার অবস্থাটি তরল অবস্থা। এর পরবর্তী অবস্থা হলো কঠিন।
নিম্নে তার কারণ ব্যাখ্যা করা হল।মোমের জলনে পদার্থের অবস্থা দেখা যায়। যেমনঃ কঠিন,তরল,গ্যাসীয়। কঠিন অবস্থায় তাপে গলে মোম যখন পরিণত হয় তখন কিছু অংশ বাষ্পে পরিণত হয়। অর্থাৎ এ ধাপটিতে কঠিন অবস্থা বিরাজ করে।
কোন বস্তু যতটুকু জায়গা দখল করে সেটি ওই বস্তুর আয়তন। সকল কঠিন বস্তু জায়গা দখল করে তাই সকল কঠিন বস্তুরই আকার আয়তন আছে।
তবে কিছু কিছু কঠিন বস্তুর দৃঢ়তা কম।যেমনঃসরিষার দানা, ভাত, কলা প্রভৃতি।