একজন আদর্শ শিক্ষকের গুণাবলী
যিনি আমাদের শিক্ষা দেন তিনি শিক্ষক ।
পৃথিবীতে সবচাইতে সম্মান ও মর্যাদার পেশা হলাে শিক্ষকতা ।
আমাদের প্রিয়নবি হযরত মুহাম্মদ ( স . ) নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে বলেছেন
আমাকে শিক্ষক হিসেবেই প্রেরণ করা হয়েছে । ” ( ইবনে মাজাহ ) পৃথিবীর শ্রেষ্ঠ পেশার লােকের বৈশিষ্ট্যগুলাে ও শ্রেষ্ঠ হওয়া প্রয়ােজন । নিমে শিক্ষকের কতিপয় বৈশিষ্ট্য । বর্ণনা করা হলাে :
ক . একজন ভালাে শিক্ষক অবশ্যই আদর্শবান হবেন ।
তিনি – ( ১ ) আদর্শিক জ্ঞানের অধিকারী হবেন ;
( ২ ) নিজস্ব ধর্মীয় দর্শন ও অন্যান্য জীবন দর্শন সম্পর্কে জ্ঞান রাখবেন ;
( ৩ ) উত্তম আদর্শের ভিত্তিতে তিনি ছাত্রদের গড়ে তুলবেন ;
( ৪ ) কথা ও কাজে মিল রাখবেন ;
( ৫ ) আদর্শ প্রচারে কৌশলী ও সাহসী হবেন ;
( ৬ ) শিক্ষকতাকে নিজের জীবনের পেশা ও ব্রত হিসেবে নেবেন ;
( ৭ ) দুনিয়া ও আখিরাতের কল্যাণকে সামনে রেখে এ পেশায় আত্মনিয়ােগ করবেন ও
( ৮ ) অন্যায়ের ব্যাপারে আপসহীন হবেন ।
খ . একজন ভালাে শিক্ষক অবশ্যই গভীর জ্ঞানের অধিকারী হবেন । তিনি – ( ১ ) সবসময় জ্ঞানচর্চা করবেন ;
( ২ ) ক্লাসে পড়ানাের জন্য আগেই প্রস্তুতি নেবেন ; ( ৩ ) সমসাময়িক বিষয়ে ধারণা রাখবেন ;
( ৪ ) মেধা বিকাশে সহায়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন ;
( ৫ ) বিভিন্ন বিষয়ে লেখালেখি করবেন ।
গ. একজন ভালাে শিক্ষক ব্যক্তিত্ব সম্পন্ন হবেন ।
তিনি – ( ১ ) পরিষ্কার – পরিচ্ছন্ন থাকবেন ;
( ২ ) শালীন , মঞ্জত ও ব্যক্তিত্বরক্ষাকারী পােশাক পরিধান করবেন ;
( ৩ ) বিশুদ্ধ উচ্চারণ ও প্রকাশভঙ্গির অধিকারী হবেন :
( ৪ ) মানসিক ভারসাম্য বজায় রাখবেন ;
( ৫ ) নিয়মনীতির ক্ষেত্রে কঠোর হবেন ;
( ৬ ) সুস্থ মন ও দেহের অধিকারী হবেন ।
ঘ. একজন ভালাে শিক্ষক ছাত্রদের প্রতি মমত্ববােধ ও ভালােবাসা সম্পন্ন হবেন । তিনি ( ১ ) স্নেহ – মমতা দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করবেন । ( ২ ) সকল শিক্ষার্থীকে সমান চোখে দেখবেন ।
( ৩ ) ছাত্রদের মাঝে জ্ঞান লাভের উৎসাহ তৈরি করবেন ।
( ৪ ) প্রয়ােজনে একটি বিষয় বার বার বলবেন ।
( ৫ ) ছাত্রদের একান্ত আপনজন হবেন ।
( ৬ ) শিক্ষার্থীদের অহেতুক ধমক দেবেন না অথবা শাসন করবেন না ।
( ৭ ) তাদেরকে প্রহার বা তাদের প্রতি নির্মমতা প্রদর্শন করবেন না বরং দরদি মন নিয়ে তাদের ভুলগুলাে ধরিয়ে দেবেন । প্রখ্যাত সাহাবি মুআবিয়া ইবনুল হাকাম আস – সুলানি রাসুল ( স . ) সম্পর্কে বলেন , “ আমি তাঁর পূর্বে ও পরে তাঁর চেয়ে সুন্দর শিক্ষাদানকারী শিক্ষক আর দেখিনি । আল্লাহর কসম তিনি আমাকে বকাবকি করেননি , মারেননি এবং গালমন্দও করেননি । ” ( মুসলিম ) ।
ঙ . একজন ভালাে শিক্ষক বিচক্ষণ হবেন । তিনি ছাত্রদের মনমেজাজ , পছন্দ – অপছন্দ ও গ্রহণ করার ক্ষমতা ইত্যাদি বিষয়ে দৃষ্টি দেবেন ।
চ . একজন ভালাে শিক্ষক প্রতিষ্ঠানের প্রতি হবেন আন্তরিক ও দরদি । প্রশাসনের সাথে থাকবে তার সুসম্পর্ক । কর্মজীবনে আমরা শিক্ষকতার মহান পেশায় নিযুক্ত হলে এসব বৈশিষ্ট্য অর্জন করব এবং আদর্শ শিক্ষক হব ।