আসসালামুআলাইকুম
ভাই পোস্টটি শেষ পর্যন্ত পড়বেন পোস্টটি একটু লম্বা হবে পড়েই দেখুন না হয়তো এই ছোট ভাইয়ের থেকে একটু হলেও মোটিভেশন পাবেন।
বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন এবং ভালো একটা পোস্ট নিয়ে আশা করছি আপনারাও পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়াবেন। বরাবরের মতই আমি আপনাদের মাঝে আমার অভিজ্ঞতা এবং নানা বিষয়ে খুটিনাটি তুলে ধরার চেষ্টা করি যেন আপনাদের একটু হেল্প হয় আমি যতটুকু জানি ঠিক ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করে তাই অবশ্যই পোস্টগুলো শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্স এ লিখবেন এতে আপনিও টাকা পাবেন আমিও পাব 😂
আজকের এই পোস্টটিতে আমি অন্য কারো কথা শেয়ার করব না আমি আমার নিজের কথা শেয়ার করব আমি আমার নিজের ইউটিউবে জার্নির কথা শেয়ার করব তো সবাই পোস্টটি শেষ পর্যন্ত পড়বেন।
তখন ছিলো ২০১৭ সাল ঠিক সেই সময় আমার জেএসসি পরীক্ষা ছিল এবং আমি ভালো রেজাল্ট নিয়ে 2016 সালে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং 2017 সালে আমি ক্লাস নাইনে পড়ি এবং তখনই আমার মাথায় আসে আমি যেহেতু ভালো রেজাল্ট করেছি সেহেতু আমার বাবা-মার কাছ থেকে একটা মোবাইল চাই আমাকে মোবাইল দেওয়া হয়নি অনেক বলাবলির পরে আমাকে একটা মোবাইল কিনে দেওয়া হয় নাম ছিল ছেমপনি p7 এ মোবাইলটা আমার কাছে এখনও রয়েছে আমি এই মোবাইল দিয়ে এখনো ইউটিউবে কাজ করি আমি যখন ইউটিউব শুরু করি তখন আমি ইউটিউব সম্পর্কে তেমন কিছুই জানতাম না আমি ভাবতাম ইউটিউব হল শুধুমাত্র ভিডিও শেয়ার করার জায়গা এবং কিভাবে ইউটিউবে ভিডিও বানাতে হয় কিভাবে এডিট করতে হয় এই সমস্ত কিছু আমি সার্চ করে শিখতে থাকি এবং মোটামুটি ভালো ধারণা ইউটিউব সম্পর্কে আমার হয় তখন আমি গুগল এডসেন্স বা অন্য কিছু তেমন ভাবে বুঝতে পারতাম না তখন আমি একটা ইউটিউব চ্যানেল খুলি এবং সেখানে ক্লাশ অফ ক্লান এর ভিডিও আপলোড করি আর আমার চ্যানেল মোটামুটি ভালোই পজিশনে ছিল আস্তে আস্তে কিছু সাবস্ক্রাইবার হল আর তখনই আমার মাথায় একটা ভূত চাপল যখন ভারত বাংলাদেশ এর একটি ম্যানেজ করছিল আর আমি ইউটিউবে গিয়ে দেখি সেই ম্যাচগুলোর লাইভ হচ্ছে এবং অনেকের সাথে তাদের চ্যানেলে দেখাচ্ছে আমি ভাবতে লাগলাম যে আমার চ্যানেলে আমি দেখাবো কিন্তু তাদের চ্যানেলে সরাসরি ভিডিও দেখানো হয়নি শুধুমাত্র দেখানো হয়েছিল আর আমি কি করলাম একটা ওয়েবসাইটে গিয়ে ভিডিও দেখাতে শুরু করলাম খেলার ভিডিও ভাবলাম স্কোর দেখানোর চাইতে খেলার ভিডিও দেখালে আরো মানুষ বেশি আসবে তাই লোভে পড়ে আমি এই কাজ করতে শুরু করলাম বেশি সময় হয়নি আমার লাইভ স্ট্রিম টি হঠাৎ করে বন্ধ হয়ে গেল ভাবলাম মোবাইল হতে হ্যাং করেছে আমি আবারও live-stream শুরু করলাম ঠিক এক মিনিট পরেই আমার মোবাইলে স্কিনে একটা এড দেখাতে শুরু করল সেই খেলার ওপর সাথে সাথে আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসলো এবং সাথে সাথে আমার লাইভ স্টিমের অপশনটি বন্ধ করে দেওয়া হল এবং বলা হলো তিন মাস আমার এই লাইভ স্ট্রিম বন্ধ থাকবে আমি ভাবলাম এটা তেমন কিছুই না এটা হতেই পারে তখন আমার মোবাইলে আমি প্যাটেন লক দিলাম প্যাটার্ন লক ভুলে গেলাম তখন আমার চ্যানেলে মোটামুটি 500 সাবস্ক্রাইবার ছিল এবং আমি আমার জিমেইল ভুলে গেছি জিমেইল এর পাসওয়ার্ড কোন জায়গায় লেখা হয়নি তাই আমার সেই চ্যানেলটা চলে যাই এখনো অনেক ভিডিও রয়েছে আমার সেই চ্যানেলটা সেই চ্যানেলের নাম হল The smart Clasher তারপর আমি ইউটিউবে কাজ করা বন্ধ করে দেই এবং ভাবতাম আমি তো কোনদিন ধনী হতে পারব না কারণ আমার পরিবার খুবই গরীব তাই আমি ভাবতে লাগলাম আমি যদি একটা বড় ইউটিউবার হতে পারি তাহলে হয়তো আমি ধনী হতে পারব আমার একটা মাত্র সুযোগ রয়েছে সেটা হলো ইউটিউবে বড় চ্যানেল বানানো তাতেই মনে হয় আমি আমার জীবনে সাকসেসফুল হতে পারব।
আসলে যতটা সহজ ভেবেছিলাম তার থেকেও দশগুন কঠিন আর আমি একটা কথা তোমাদের বলে দেই আমি কারো কাছ থেকে কোনদিন আমার ইউটিউব চ্যানেলের জন্য প্রমোশন চাই কোন ইউটিউব এর কাছ থেকে আমি প্রমোশন নিতে এখনো চাইনা নিজে কাজ করে যদি এগোতে পারি তাহলে এগোবো তা না হলে ইউটিউব ছেড়ে চলে যাব তবুও কারো কাছ থেকে প্রমোশন চাইবো না।
এভাবে আমি প্রতিদিন ভাবতে লাগলাম একটা মাত্র প্লাটফর্মে রয়েছে আমার জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য তারপর আমি আর একটা চ্যানেল ইউটিউবে খুললাম সেটার নাম হলো
The smart gamer N এবং এই চ্যানেলে আমি বর্তমানে কাজ করছি মোটামুটি ভালো সাবস্ক্রাইবার এবং কেউ আমার চ্যানেলে আসে প্রতিদিন আমার সাবস্ক্রাইবার আমাকে মোটামুটি সাপোর্ট করে জানিনা আমার স্বপ্ন সত্যি হবে কিনা।
তারপর আমি পুরোদমে কাজ করতে থাকলাম ইউটিউবে তবুও কোন লাভ হচ্ছিল না ভেবেছিলাম ইউটিউব ছেড়ে দিব কিন্তু কিভাবে ছাড়বো সে স্বপ্ন তো আমার পিছু পিছু লেগে আছে এবং আমি ইউটিউবে আরও রিচার্জ করতে শুরু করি কিভাবে আমি আমার চ্যানেলের ভিডিও গুলো রেংকে উঠাবো
তোমাকে কোন ইউটিউবার ই বলবে না সে কিভাবে তার ভিডিও করলো রেংকে উঠায় কারণ সে সেটা তখন বুঝতে পারে যে কি কাজ করলে ভিডিও তাড়াতাড়ি রেংকে উঠে কিন্তু আমি তোমাদের মাঝে সেগুলো অবশ্যই শেয়ার করব।
এবং আমি মোটামুটি ইউটিউব এবং গুগল এডসেন্স এর সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে পেরেছি এখন কিন্তু আমার চ্যানেল এখনো মনিটাইজেশন চালু হয়নি আশা করি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পাব
ইউটিউব এ কাজ করতে করতে আমার মা আমাকে বলত তুই সারাদিন কি মোবাইল এর ভিতরে কথা বলিস লেখাপড়া না করে এসব কি করছিস আমি বলতাম না একদিন না একদিন দেখো আমারও অনেক টাকা হবে।
আমিও প্রত্যেক মাসে অনেক টাকা ইনকাম করব আসলে এটার কিছুই আমি করতে পারিনি আমার ইউটিউবে চার বছর হয়ে গেছে চার বছরে কত এমবি আমার খরচ হয়েছে কত টাকা আমার গিয়েছে কত সময় আমি দিয়েছি এটা হিসাব করা সম্ভব নয় ভাই পোস্ট অনেক বড় হয়ে গেছে তাই পরের অংশ আরেকদিন লিখবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ।
আমি এই চ্যানেলটি এখন চালায় দেখে আসতে পারেন গেমিং চ্যানেল