আপনার ছেলে অথবা স্বামী অথবা আপনার কোন আত্মীয় ধূমপান করে।সমস্যা নেই।করতে দিন
।প্রত্যেকদিন যে ৫ টাকার কয়েল জ্বালান তাতে ১২ টা সিগারেটের সমান ক্ষতি হয়।আর একটা খেলে না হয় ১৩ হবে।হ্যা ঠিকই পড়েছেন।আমরা মশা নিবারণের জন্য যে কোয়েল ব্যবহার করি তাতে থাকে সাধারণত : মেতফ্লুথিন, এন্টিমন্ডিং,গাম পাইডার,কোকোনাট সেল পাউডার।০০.৩ গ্রাম মেটফ্লাউঠিনে ৫গ্রাম নিকোটিন এর সমান ক্ষতি হয়।গাম পাইদার আপনার কিডনি ,লিভার,হৃৎপিণ্ড সব কিছু নষ্ট করে ফেলতে পারে।কোকোনাট সেল আপনার স্বাভাবিক বিকাশএ বাধা হয়ে দাড়াতে পারে।যাই হোক কয়েলের ধোয়া sobcheye ক্ষতিকর তাদের জন্য যারা হৃৎপিণ্ডের রোগে আক্রান্ত।আপনার হাজার হাজার টাকার ওষুধের কাজ নষ্ট করে দিতে পারে মাত্র ৫ টাকার কয়েল।এমন কি যদি বেশি পরিমাণে কয়েলে জ্বালানো হয় তবে তা এক সময় আপনার মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। তো এখন প্রশ্ন হতে পারে যে কোয়েল না ধরলে কি করে মশা প্রতিরোধ করা যায় ।
Well গ্রামের মানুষ দের আপনি হয়তো বা দেখে থাকবেন যে তারা নিরিকেলের ছবরা ,নিমের পাতা,আগর বাতি ইত্যাদির সমিশ্রণে এক প্রকার ধোয়া তৈরি করে।আপনি হয়ত বা জানেন না এগুলোর ধোয়া মানুষ কে সকল প্রকার রোগ ব্যাধি থেকে দূরে রাখে।আর একান্ত যদি এগুল না পান তাহলে মর্টিন রিফিল মেশিন কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন।বা maskito band ব্যবহার করতে পারেন।আর টা না হলে মশাকে একেবারে নিরাময় করার ব্যবস্থা করতে পারেন।সত্যি কার অর্থে বলতে গেলে কিছু কিছু ক্ষতি আমাদের চারপাশে বা আমাদের দেহের ভিতর হচ্ছে যা আমরা আসলে বুঝতে পারি না।যেমন দাড়িয়ে পানি খাওয়া।এটা আপনার মৃত্যুর কারণ হলে দাড়াতে পারে।কিন্তু কিছু করার নেই।উপর ওয়ালা আমাদের জোট দিন হিদায়াত দিয়েছেন তত দিন পৃথিতে থাকতে হবে।তবে যত টা পারা যায় নিয়ম কানুন মেনে চলা ভালো।
আর্টিকেল ভালো লাগলে শেয়ার করুন।
আর grathor.com এ মেম্বার এড করুন।
লিখালিখি করে আয় করুন।
5 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
hmm
keep it up
Oo
Nice
thanks