আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।২০১৯ সালে আমরা মানে আমি এসএসসি পরিক্ষা দিই।শেষ পরিক্ষার দিন আমরা কয়েকজন বন্ধুরা ভাবি যে,আমরা তো বড় হচ্ছি।দেশ তথা জাতির প্রতি আমাদের অবশ্যয় দায়িত্ব বড়তেছে।তাই আমরা সিদ্ধান্ত নিই যে একটা মানবতার সেবার জন্য ফাউন্ডেশন চালু করবো।হ্যা,এটাই “মাতৃভূমি ফাউন্ডেশন” স্থাপিত:১৭এপ্রিল ২০১৯
“মাতৃভূমি ফাউন্ডেশন”
স্থাপিত:২০১৯ *উপদেষ্টা:মোঃজাহিদুল ইসলাম।
*সার্বিক তত্ত্বাবধারক:জাকিয়া খাতুন।
সভাপতি:শাহরিয়ার ফাহিম।
সহ-সভাপতি:শানসাজ হাসান।
সাধারণ সম্পাদক:সোহেল রানা।
ক্যাসিয়ার:রাকিবুল হাসান।
(এখানে সভাপতি,সহ-সভাপতি আমরা সবাই সদস্যদের কাউকে কেউ ছোট করার অধিকার রাখবে না)
ফাউন্ডেশন এর উদ্দেশ্য:
১.মানবতার কল্যাণমূলক কাজ করা।
২.অন্যায়ের প্রতিবাদ করা।
৩.পরিবেশ রক্ষা করা।
সদস্যদের লাভ কি?
*মানসিক প্রশান্তি।
#যারা সদস্য হবে-
১.স্বহৃদয়বান হতে হবে।
২.পরোপকারী হতে হবে।
৩.★মাসিক ২০টাকা চাঁদা দিতে হবে।
৪.ফাউন্ডেশনের সকল কার্যক্রমে অংশ নিতে হবে।
৫.ফাউন্ডেশন কর্তৃক সকল নিয়ম কানুন মেনে চলতে হবে।
৬.সকল বিষয়ে শালীনতা বজায় রাখতে হবে।
#কার্যক্রম:
১.ক্ষুধার্ত কে খাদ্য দেয়া,অসহায়কে সহায়তা করা।
২.পরিবেশ রক্ষা করতে বিভিন্ন কার্যক্রম এর আয়োজন করা।
ফাউন্ডেশনে আমরা নিজেরাই টাকা রাখি।কোনো কারণে ২-৩মাস চলার পর থেমে যায়।কিন্তু আমরা থেমে থাকবো না এভাবে।তাই এইবার ঈদের আগে সিদ্ধান্ত নিছলাম যে,আমরা কিছু অসহায় দুঃখী লোকদের উপহার দিবো।আলহামদুলিল্লাহ সাবই ভালোই সাড়া দিয়েছে বন্ধুরা।আর আমরা ৫টা গ্রামে মোট ৫০জনকে কিছু খাদ্যসামগ্রী উপহার দিয়েছি প্রথমবারের মতো।এটা থেকে আমরা আবার নতুন করে পথ চলা শুরু করলাম।
জানি না কতদূর এগোতে পারবো,কিন্তু আমরা যে উদ্যোগটা নিছি তাতে আমাদের কোনো স্বার্থ নেই।
আমরা শুধুমাত্র মানসিক প্রশান্তির জন্য একাজ করবো।আমাদের কয়েকজন উপদেষ্টা আছে।তদের উনাদের উপদেশে আমরা এগিয়ে যাবো।তার সাথে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।আপনারা অনুপ্রাণিত করলে আমরা অনেকদূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ্।আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেনো আমারা মনোবল না হারায়।
তাই এইরকম ভালো কাজে এগিয়ে যেতে আপনাদের সাহায্য ও অনুপ্রেরণা কামনা করছি।
আল্লাহ হাফেজ…