Cheap price backlink from grathor: info@grathor.com

এড ফি প্রতারনা থেকে বাঁচার উপায়

এড ফি, এড ফি, এড ফি এখন ফেসবুকে অনলাইন ইনকাম গ্রুপের সাইটগুলো ওপেন করলেই দেখা যায় এড ফি প্রতারকদের নিয়ে পোস্ট। আউট সোর্সিং করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।
আসলে এই পোস্ট করা মানে শুধু মানসিক একটা স্বস্তি পাওয়া টাকাটা ফেরত পাওয়া নয়। আসলে মানুষ পারেও বটে, এই করোনার অসময়েও মানুষ বাটপারি ছাড়তেছেনা। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। এড ফি যত টাকাই হোকনা কেন, এটা প্রত্যেকের মনে কিন্তু দাগ লাগে। সামান্য টাকার জন্যও অনেকে কিন্তু মনে মনে কাঁদে। কারন তারা এই সামান্য টাকা ইনভেস্ট করে শুধুমাত্র একটু হাত খরচের যোগানের জন্য প্রতারককে না চিনেই বিশ্বাসের উপরে টাকা পাঠিয়ে দেয়। যেই না প্রতারক টাকা পাই সাথে সাথে ব্লক মেরে টাকাটা মেরে দেয়। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়, মানুষরুপি অমানুষগুলো তা বোঝেনা। এই এড ফি প্রতারকের ফাঁদে পড়েছে অনেক নিরীহ মানুষ। যেটা আপনি বুঝলে ও মানলে অন্তত এড ফি’র নামে ধোকা খাবেন না। প্রথমেই তো আপনি তার করা পোস্ট অথবা কমেন্ট দেখতে পান। এবং সেই পোস্ট অথবা কমেন্ট পাবলিক দেখে তাদের প্রতিক্রিয়া জানান। তাদের স্টোরি গুলো তারা এমনভাবে পোস্ট করে যাতে পাবলিকের মগজে হিট করে তাই কিছু পাবলিক তাদেরকে নক করে। শুরু হয় তাদের চুরির কাজ। তারা এমনভাবে কথা বলে যেন মনে হবে সে অত্যন্ত ভাল একটা মানুষ। তার কথায় আপনি ইতিমধ্যে গলে গেছেন। সারারাত তার কথা ও ইনকামের কথা ভাবেন। একদিন যায়, দুই দিন যায়, তিনদিনের দিন আপনি আবেগের ঠেলায় তাকে তার মেসেঞ্জারে হালকা একটা টোকা দিয়ে বলেন ভাই আছেন নাকি..?? প্রাথমিকভাবে ভাই ভুল করেই ফেললেন আপনি। এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করছি যাতে ধোকার শিকার আর হতে না হয়। আপনি তাকে টাকা দেওয়ার আগে তার প্রোফাইল দেখুন। যদি প্রোফাইল লক করা না থাকে তাহলে আপনি তার বিষয়ে হালকা ধারনা পাবেন।আপনি টাকা পাঠানোর আগে তার সাথে গ্রুপে এড থাকেন অন্তত একদিন। তার করা পোস্টগুলোর কমেন্ট যাচাই করুন। আরেকটু ধারনা নজরে আসতে পারে। আপনি টাকা পাঠানোর আগে তাকে বলুন আপনাকে একটা ভিডিও কল দিতে অথবা তাকে বলুন আজকের পেমেন্ট প্রুপ দেখাতে। সে আপনাকে পেমেন্ট প্রুপ দেখাতেও পারে, কিন্তু আপনি তারিখ ও নাম্বার যাচাই করলে বুঝবেন।পজিটিভলি চিন্তা করবেন না এবং সে কিছু মনে করবে ভেবে তাকে প্রশ্ন করা ছেড়ে দিবেন না। প্রশ্ন করা ছেড়ে দিলে মনে করবেন আপনি টাকা হারানোর দিকে এগিয়ে যাচ্ছেন।সবগুলো ঠিক থাকলে তাকে বলেন রিসেন্টলি তার মাধ্যমে এড হইছে এইরকম কারো সাথে মেসেন্জারে কথা বলতে চাই। হয়তোবা সেটাও আপনাকে সে দিতে পারে। অরিজিনাল আইডি না হলে বিশ্বাস করবেন না। এড়িয়ে চলুন। এরা মেয়েদের ছবি প্রোফাইল পিক দিয়ে আইডি বানিয়ে ইউজ করে।তাকে তার এনআইডি কার্ডের কপি দিতে বলেন। এবং পারসোনাল নাম্বার দিতে বলেন। ও এডমিনের নাম্বার চান। তবে এনআইডি কার্ডের কপি বেশী জরুরী। এই সবকিছু ঠিকঠাক মনে হলে আপনি লেনদেনের দিকে এগুতে পারেন। তবে মন যদি আপনাকে পেছন থেকে টেনে ধরে এবং টাকা দেওয়ার সময় অস্বস্তি বোধ  হয় তা হলে না এগুনোর পরামর্শ রইল। সবশেষে এড ফি ছাড়াও কিন্তু অনেক সাইট আছে সেখানে কাজ করতে পারেন। নিজে সতর্ক হোন, অন্যকে সতর্ক করুন। এড ফি প্রতারকরা অনলাইন ইনকাম গ্রুপের প্রকাশ্য শত্রু। এদের থেকে সাবধান।

Related Posts

31 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No