আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক-পাঠিকা ভাই ও বোনেরা।আশা করি সবাই ভাল আছেন।সবাই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি বিকাশ থেকে “আইফোন” জেতার নতুন ট্রিকস।
হ্যা বন্ধুরা,বিকাশ কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে গেম খেলার মাধ্যমে “আইফোন” জেতার বিশাল সুযোগ নিয়ে এসেছে।
এই প্রক্রিয়ায় আপনি বিকাশ কর্তৃক আনা “বার্ড গেম” খেলে সেরা দশজনের একজন হয়ে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে পেতে পারেন নিশ্চিত ”আইফোন”।
আর্থিক লেনদেনের বাইরে বিনোদনের এই সুযোগ সর্বাধিক ব্যবহৃত এই অ্যাপ টি কে আরো জনপ্রিয় করে তুলবে এটি ই বিকাশ কর্তৃপক্ষের দাবি।
তাই করোনার ঘরে বসে থাকার এই সময় টাকে কাজে লাগিয়ে আপনি ও জিতে নিন এই পুরস্কার।
➤তাহলে চলুন যেনে নিই কিভাবে গেম খেলে পয়েন্ট অর্জন করতে হবে।
প্রথমে এই লিংকেএই লিংকে গিয়ে আপনার কাংখিত বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিন।এরপর বিকাশ নাম্বার দিয়ে অ্যাপে লগইন করলেই আপনি গেমটি খেলার জন্য তৈরি।।যাদের ডাউনলোড করা আছে ধন্যবাদ।
বিকাশ লোগোর এই পাখিটাকে ট্যাপ করে বিপদ এড়িয়ে সামনে এগিয়ে গেলেই পয়েন্ট অর্জিত হবে।
মজার এই খেলায় প্রথম অবস্থায় গ্রাহকের জন্য ১০ টি ফ্রি লাইফ থাকবে।
খেলায় পর্যায়ক্রমে লাইফ হারালে শুভেচ্ছা মুল্য ১ টাকায় আবার ১০টি লাইফ ক্রয় করতে পারবেন
ক্রয়কৃত ১০টি লাইফ শেষ হয়ে গেলে পুনরায় কিনতে হলে সর্বনিম্ন ২ মিনিট অপেক্ষা করতে হবে।
ক্যাম্পেইন শেষে পেমেন্ট করে লাইফ কেনার সকল অর্থ মানবকল্যান মূলক সংগঠন বিদ্যানন্দ কে জনকল্যাণমূলক কাজের অনুদান হিসেবে দেয়া হবে।
☞কিভাবে গেমটি খুজে পাবেন?
বিকাশ অপশনের মূল মেনুর মোর অপশন অথবা ব্যানার থেকে ক্লিক করে গেম আইকন পাবেন গ্রাহক রা
ট্যাপ করে পরের ধাপে গিয়েই গেম খেলা শুরু করতে পারবেন
একজন গ্রাহক উল্লেখিত সময়ের মধ্যে যতবার খুশি গেমটি খেলতে পারবেন।
একবার খেলে যতগুলো পয়েন্ট অর্জন করবে তা জমা থাকবে।
ক্যম্পেইন শেষে সবগুলো পয়েন্ট একসাথে জমা করে হিসেব করা হবে।
পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দশ জন ও নিজের অবস্থান গ্রাহক অ্যাপেই দেখতে পাবেন।
রোমাঞ্চকর এই গেমটি খেলার সকল নিয়ম-কানুন অ্যাপটির ভিতর দেয়া থাকবে।
(বিঃদ্রঃ)গেম সেবা চালু হওয়া উপলক্ষে, ২১ শে জুলাই দুপুর ১২ টা থেকে ৩১ শে জুলাই রাত ১২.৩০ মিনিট পর্যন্ত গেম খেলে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী প্রথম দশ জন কে বিজয়ী ঘোষণা করে তাদেরকে “আইফোন এসই” হস্তান্তর করা হবে।
তাই চলুন আর দেরি না করে এখনি লেগে পড়ি।আর সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে ছিনিয়ে নিই
“আইফোন এসই”
সুতরাং,কথা না বাড়িয়ে আজ এখানেই শেষ করছি।
আপনারা আপনাদের কাজ শুরু করুন।
ভালো থাকুন।সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।